নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষে আমাদেরকে অশান্তিতে রাখে না। মানুষ আমাদেরকে যন্ত্রণা দেয় না। আমাদের বরং নিজের দিকে তাকানো উচিৎ , নিজের গভীরে, হৃদয়ে, নিজের সত্ত্বার গভীরে। আমরা যে ঘটনাতে ত্যক্ত-বিরক্ত, সেই ঘটনাতেই দিব্যি আরেকজন হাসিমুখে কাটাচ্ছে জীবন। কষ্ট-যন্ত্রণা ঘটনার মাঝে নয়

অনুতপ্ত হৃদয়

স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412

অনুতপ্ত হৃদয় › বিস্তারিত পোস্টঃ

"আত্মসম্মানের সাথে আপোষ নয়!"

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৮

দাম্ভিকতায় যেন পেয়ে না বসে।
"আত্মসম্মানের সাথে আপোষ নয়!"

সবসময় ভালোমানুষি দেখাতে হয়না আর নরম স্বভাবের থাকতে হয়না। কিছু কিছু সময় স্ট্রেইট, হতে হয়, মুখের উপর কথা বলতে জানতে হয়।
পৃথিবীতে অতিরিক্ত ভালোমানুষি দেখানোটা ক্ষতিকর, নিজের জন্যেই ক্ষতিকর। আপনি যতোদিন কারো মুখের উপর কথা বলতে না পারবেন, ততোদিন লোকে আপনাকে পেয়ে বসবে। যা নয় তাই করে যাবে আপনার সাথে। আপনি চুপ থেকে ভাববেন, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবেনা, উলটো আপনার খাতায় যোগ হবে নতুন নতুন অপমান!

পৃথিবীর সব কিছুর সাথে আপোষ করলেও আত্মসম্মানের সাথে কখনো আপোষ করা উচিত না। একজন মানুষের বেঁচে থাকার জন্য আত্মসম্মানবোধটাই মোক্ষম হাতিয়ার। আত্মসম্মানে আঘাত করা ব্যক্তিকে কখনোই ছেড়ে দেয়া উচিত নয়। সময়ের জবাব সময়ে দিয়ে দেয়া উচিত। তাকে বুঝিয়ে দেয়া উচিত, সে খুব বাজে কাজ করেছে।

আমার স্পষ্টবাদী, প্রতিবাদী আচরণ দেখে আমাকে লোকে "বেয়াদব", "Arrogant", "Rude", আরো অনেক জটিল সব নেগেটিভ কথা বলবে। বললে বলুক!
কিছু অভদ্র, অমানুষ, অসভ্যের কাছে আত্মসম্মান বিকিয়ে দেয়ার চাইতে "Arrogant", "Rude", "বেয়াদব" হওয়াই ভালো!

তবে, অবশ্যই কারণে অকারণে স্ট্রেইট ফরোয়ার্ড হওয়া উচিত না। এতে দাম্ভিকতার প্রকাশ পায়। "আমিই ঠিক, আপনি ভুল।" এই মানসিকতা বর্জন করা উচিৎ। কেননা, এই মানসিকতায় নিজের আত্মসম্মান নিজেকেই হারাতে হয়।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:০১

আবু আফিয়া বলেছেন: সুন্দর পোস্ট,

১৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:১৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য

৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"পৃথিবীতে অতিরিক্ত ভালোমানুষি দেখানোটা ক্ষতিকর"
-- সত্য কথা।


আপনার লেখাটা নিরেট। ;)

১৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ, পড়ে মন্তব্য করার জন্য

৪| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালোমানুষি দেখানো বাদ দেয়া যাবেনা, বরং পারসোনালিটি মেইন্টেইন করে সেটা করতে হবে। আর যার ব্যক্তিত্ব থাকবে তাকে এরোগেন্টও কেউ বলতে পারবেনা। যার ব্যক্তিত্ব থাকে সে ভালোমানুষি দেখায় না, সে নিজেই ভালোমানুষ।আসলে ব্যক্তিত্ব সম্পন্ন ভালোমানুষ হওয়া প্রয়োজন, যাকে ফাঁদে ফেলতেও সাহসের দরকার হয়।

২০ শে মে, ২০১৮ রাত ১০:২২

অনুতপ্ত হৃদয় বলেছেন: ঠিক বলেছেন ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: পৃথিবীটা খুব জায়গা নয়, এটা মনে রাখবেন।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: অবশ্যই রাখার চেষ্টা করবো,ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.