![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা টি ঘটেছিল ২০১৩ সালে। নটরডেম কলেজের সামনে থেকে চিনতাই কারী কর্তৃক চিনতাই হয়েছিল এক দম্পত্তির দুটি মোবাইল ফোন। একটি নকিয়া আরেক টি স্যামসাং। তখন ঐ দম্পত্তি থানার জিডি করে রেখেছিল ফোন গুলোর আইএমই নম্বর উল্লেখ করে।পরবর্তীতে ২০১৫ সালে এসে নকিয়া মোবাইল ফোন টি ট্র্যাকিং এর মাধ্যমে সচল পাওয়া যায়, যে টির ব্যবহারকারী ফোন টি কিনে ছিল তার এলাকার একজনের কাছ থেকে। ফোন টি বিক্রি করার সময় বিক্রেতা ব্যবহারকারী কে বলেছিল ফোন টি তার ভাই বিদেশ থেকে পাঠিয়েছে, সে ফোন টির ব্যবহার জানে না। তাই সে বিক্রি করে দেবে।
ব্যবহারকারী ফোন টি কিনে ৫/৬ দিন ব্যবহার করার পর হঠাত সিআইডি অফিস থেকে কল আসে ফোন টি চুরি করা ফোন এবং এর ব্যবহারকারী কে সিআইডি অফিস এ দেখা করার জন্য। পরবর্তীতে ব্যবহারকারী সিআইডি অফিসে গিয়ে অফিসারের সাথে দেখা করে এবং অফিসার কে সব কিছু খুলে বলে। সবকিছু শুনে সিআইডি অফিসার ব্যবহারকারী কে দু’টা অপশনের কথা বলে। একটা হলো কোন ফোন টা তারা রেখে দিবে যার ফোন তাকে দেওয়ার জন্য, আরেক টা হলো তারা ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করবে। যেহেতু ফোন টি তার কাছেই পাওয়া গেছে।
ব্যবহারকারী অনেক চিন্তা ভাবণা করে দেখলো যে, কিছু টাকার জন্য তার পুরো জীবন টাই এখন হুমকির মুখে পড়ছে। তাই অনেক ভেবে চিন্তে ফোন টি সিআইডি অফিসার কে দিয়ে দিলো। এখানে বলে রাখা ভালো সিআইডি অফিসারের মহানুভবতায় ব্যবহারকারীর নামে কোনো প্রকার মামলা হয় নাই। কারণ ব্যবহারকারী হচ্ছে একজন ছাত্র। আর আমার জানা মতে একজন ছাত্র ছাত্র জীবনে কোনো ধরণের মামলা মোকদ্দমায় জড়ালে পরবর্তীতে চাকরী বাকরীর ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এ সব বিবেচনা করেই এবং সিআইডি অফিসার ব্যবহারকারী কে ছোট ভাই এর মত মনে করেই এ সব জামেলায় জড়ায় নাই। এক কথায় বলতে গেলে বলা যায়, সিআইডি অফিসার ইচ্ছে করলে ব্যবহারকারীর লাইফ টা হেল করে দিতে পারতো। আল্লাহ এর ইচ্ছায় উনি তা করেন নি ব্যবহারকারীর বাস্তব অবস্থা দেখে। এখানে সবচেয়ে যে বিষয় টা বেশি কাজ করেছে সেটি হলো, ব্যবহারকারী ফোনে এবং বাস্তবে সিআইডি অফিসারের সাথে সত্য কথাই বলেছে। যার জন্য সিআইডি অফিসার ব্যবহারকারীর প্রতি সহানুভূতিশীল ছিলেন।
শিক্ষা ঃ সেকেন্ড হ্যান্ড কোনো কিছু কেনার আগে অবশ্যই সে জিনিষ সম্পর্কে নিশ্চিত হতে হবে সে জিনিষ কোথা থেকে এসেছে, কি জন্য বিক্রি করবে, ঐ জিনিষ সংক্রান্ত মেমো এবং প্রয়োজনীয় কাগজ পত্র। অন্যথায় সামান্য একটা ভুলের জন্য চরম মূল্য দিতে হবে।
©somewhere in net ltd.