![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চন্দ্রের অবগাহনের পর-
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আবির্ভুত একটি বিশেষ দিন
বাংলা সনের প্রথম দিন।
ঐতিয্য লালনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন।
খুবই ঈষৎ সময় বাকি-
চারিদিকে বিস্তৃত হয়ে পড়বে আমেজ
ঐক্যে সম্ভাবস্থাপনের আমেজ।
রঙ্গিন শাড়ি পরিধান করবে রুপবতীরা
একাকার হয়ে ভোজন করবে
ইলিশ আর পান্তা।
রাত পোহালেই ভোর-
নতুন রুপে আসবে বাংলাদেশ।
অতীতের চঞ্চলতা প্রক্ষালিত হবে ভালোবাসায়
মিলেমিশে সমআকৃতিপূর্ণ হবে
ছোট-বড় সবাই।
২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০
এম হাসান মেহেদী বলেছেন: Dhonnobad
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২০
জেন রসি বলেছেন: সুন্দর