নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় খুব বেশি কথার সাগরে ডুবে থাকতে ইচ্ছে করতো। নিজেও খুব ক্যাঁটক্যাঁট করতাম। কিন্তু আজ এমন একটা সময়ে এসে পৌঁছেছি যে সময়টাতে মানুষের ক্যাঁটক্যাঁট শুনতে বিরক্ত লাগে।

এম হাসান মেহেদী

আমি মানুষ

এম হাসান মেহেদী › বিস্তারিত পোস্টঃ

অনুরোধ

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৪

প্রিয় মনুষ্যজাতি,
আমি এক ক্লান্ত ভবঘুরে।আমি জানি এই দুনিয়ায় খুবই স্বল্প সংখ্যক আশরাফুল মাখলুকাত আছেন যারা পিছু ফিরে অপরিচিত লোকের সেবায় নিয়োজিত হন। তবুও আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন,অপরিচিত বিধায় আমার আশপাশ থেকে সরে দাঁড়াবেন না।আমার ক্ষণস্থায়ী জীবনের আলো, যদি কোনো অজ্ঞাত রাস্তা কিংবা অলিতে গলিতে নিভে যায়।যদি গতিশীল রক্ত স্থিতিশীল হয়।যদি সমস্ত দেহের অঙ্গ-প্রতঙ্গের নড়াচড়ার সমাপ্তি ঘটে।তবে আমার মৃত দেহ সেই অজ্ঞাত রাস্তা কিংবা অলিতে গলিতে ফেলে রেখে,নিষ্প্রাণ অঙ্গ-প্রতঙ্গ কোনো জন্তুর ভোগের সামগ্রী করবেন না। কারণ এই অঙ্গ-প্রতঙ্গের অধিকারী তুচ্ছ জন্তুর চেয়েও তারাই সবচেয়ে বেশি, যারা তাদের সর্বশক্তি ও শ্রম দিয়ে ইহার সঠিক বৃদ্ধিতে নিয়োজিত ছিলো।পারলে মৃত দেহটি তাদের নিকট পৌঁছে দিবেন।
ধন্যবাদ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.