নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিস্কের তাড়নায় ভাসানির ভাবনায়

এম এস আই জুেয়ল

সরল গল্প

এম এস আই জুেয়ল › বিস্তারিত পোস্টঃ

ভারতে বন্দেমাতরম নিয়ে তুমুল বিতর্ক

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৬

ভারতে বন্দেমাতরম নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে।অনলাইন আনন্দবাজার প্রত্রিকা পক্ষে-বিপক্ষে নিজস্ব মত তুলে ধরে পাঠকদের সাম্প্রদায়িক ও উসকানিমূলক, কুরুচিকর কোনও মন্তব্য না করে নিজের সুচিন্তিত অভিমত প্রকাশ করার অনুরোধ জানিয়েছে।খবরটি হুবহু তুলে দিলাম।





পক্ষে: বন্দেমাতরম গান এবং দেশমাতৃকার বন্দনা করার সঙ্গে ইসলাম ধর্মের বা মুসলমানত্বের কোনও সঙ্ঘাত নেই। ইসলামের অবমাননাও হয় না। স্বাধীন ভারতে এই নিয়ে অযথা বিতর্ক তৈরি করছেন কিছু মৌলবাদী ও অসৎ উদ্দেশ্যসম্পন্ন মুসলিম নেতা মন্ত্রীরা। এরা ধর্ম নিয়ে যতটা অনাবশ্যক স্পর্শকাতর নিজের দেশ বা জাতীয় সঙ্গীতকে সম্মান করা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। তারই কুখ্যাত নজির রাখলেন বহুজন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বুর্ক। বন্দেমাতরম গান চলাকালীন তা বয়কট করে ইচ্ছে করেই বুধবার সংসদের ভিতর থেকে বাইরের দরজার দিকে হাঁটা লাগালেন। স্তম্ভিত বাকি সাংসদরা। তিনি বেশ করেছেন এবং লজ্জিত নন বলেও জানিয়েছেন। এই ঔদ্ধত্য দেখিয়ে হিন্দু মৌলবাদীদের হাতে অস্ত্র তুলে দিলেন তিনি। কোরান শরিফ বা ইসলামে কোথায় নির্দেশ রয়েছে যে, আল্লা ছাড়া নিজের মা বা দেশমাতৃকার বন্দনা করা যাবে না? বন্দেমাতরম বয়কট তাই দেশদ্রোহিতার সামিল। সে তিনি যত বড়ই ধার্মিক মুসলমান হোন না কেন। আর মুসল্‌লম ই ইমান যে মানে না সে কিসের মুসলমান? প্রশ্ন একটাই, সাংসদ শফিকুর আগে মুসলমান না আগে ভারতীয়?



বিপক্ষে: ধর্মনিরপেক্ষ ভারতে কে কার প্রতি আনুগত্য দেখাবেন তা নিয়ে কেউ কাউকে বাধ্য করতে পারে না। ইসলাম ধর্মে এবং কোরান শরিফে স্পষ্ট বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লা ছাড়া কোনও মুসলমান অন্য কারও বন্দনা করতে পারেন না। তাছাড়া বসপা সাংসদ শফিকুর তো জানিয়েছেন, 'জাতীয় স্তোত্র' জনগণমন অধিনায়ক-র সময় তিনি আর পাঁচজনের মতোই উঠে দাঁড়ান। কিন্তু 'জাতীয় গান' বন্দেমাতরম তিনি গাইবেন না। কারণ তাতে ইসলামের অবমাননা হবে। নিজের ধর্মের অবমাননা করার অধিকার তাঁর নেই। তাই একজন অভিজ্ঞ সাংসদ ও মুসলমান হিসেবে নিজের অবস্থানে তিনি ঠিক।







(পাঠকদের অনুরোধ, সাম্প্রদায়িক ও উসকানিমূলক, কুরুচিকর কোনও মন্তব্য না করে নিজের সুচিন্তিত অভিমত প্রকাশ করুন) অনুরোধে--আনন্দবাজার পত্রিকা

সূত্রঃ-

মুসলমান হলেই বন্দেমাতরম বয়কট করা যায় না

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:৩৩

েশখসাদী বলেছেন: মানুষ আবার মাকে বন্দনা করে নাকি ? মাকে তো শ্রদ্ধা করে । এটা শিরকী গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে । এটা মুখে উচ্চারণ না করে দাড়িয়ে থাকা হয়তো যায় -- কিন্তু যেহেতু অমুসলিম দেশ তাই একেবারে ওয়াক আউট করা হয়তো ঠিক হবে না । হেকমতের সাথে কাজ করা উচিত ।

২| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:৩৭

জহিরুলহকবাপি বলেছেন: * দেখুন প্রতিটি শব্দই সব সময় একই অর্থ বহন করে না । কোন কোন অর্থ কখনও কখনও রুপক হয়ে যায় । বন্দনা অর্থ সবসময় প্রার্থনা না ও হওত পারে । এটার অর্থ্য কি অনুগত্য, ধরেন দেশের প্রতি আনুগত্য হতে পারেনা ? প্রতিটি দেশের সরকারী চাকরী করতে গেলে দেশের প্র িঅানুগত্যের অঙ্গীকার করতে হয় । আবার আমাদের মুসলমানদের আনুগত্য মহান আল্লাহর প্রতি । তাহলে? কোন সমস্যাই নাই যদি একটু সরল ভাবে বুদ্ধি দীপ্ত চিন্তা করেন ।
মন্ত্রী সাহেব বোধহয় অর্থগত ভুলে পড়েছেন । তাকে সাধারণ ব্যাপারটা বুঝিয়ে বললে হয়ত তিনি বুঝবেন েয বন্দনা শব্দটা দিয়ে কি বলা হয়েছে । যে কোন মুসলমানই এটা বুঝবেন ।

৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮

খুকু ইসলাম বলেছেন: ইসলামের অবমাননা হয় এটা বলা বোধ হয় ঠিক নয়।কিন্তু বন্দেমাতরম তিনি গাইবেন না এটা বলতে পারেন।কারণ দাঁড়িয়ে তিনি সন্মান দেখিয়েছেন।

৪| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭

জাহাজ ব্যাপারী বলেছেন: গরুও মাতা, দেশও মাতা – চমৎকার! কাজেই দেশ = গরু!
জন্মদাত্রী ছাড়া আর কাউকে মা জ্ঞানে তথাকথিত বন্দনা ইসলামের দৃষ্টিতে শিরক বলে গণ্য হবে। দয়া করে অপপ্রচার চালাবেন না।
আর হিন্দু আচারনিষ্ঠ “আনন্দবাজার” থেকে মুসলমানিত্ব শিখতে হবে! ওদের কাছে হিন্দু ধর্ম ছাড়া আর সবই সাম্প্রদায়িক - এটা আনন্দবাজারের পাঠকমাত্রই জানেন।

৫| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৪০

বিস্কুট বলেছেন: বন্দেমাতরম বঙ্কিমের চরম সাম্প্রদায়িক রচনা আনন্দমঠ থেকে নেয়া। তখন থেকেই মুসলিমরা সেই গানটিকে বয়কট করছে কারণ গানটিতে দেশকে তুলনা করা হয়েছে দুর্গার সাথে। 'বন্দে মাতরম' শব্দের অর্থ মা অর্থাৎ দেবী দুর্গাকে বন্দনা করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.