![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
কষ্ট নামের একটি পাখি
আমার হৃদয়ে,
ঝড় তুলে যায় প্রতিদিনি
প্রতি সময়ে।
একটি কথার ছল-ছুতোতে
কথার মালা গাঁথে,
কটু কথার কাঁথা সেলায়
শত কথাতে।
একটি কথাও সয় না তাহার
আমি যদি কই,
মানুষ বলে তাহার কাছে
যেন কিছ্ই নই।
আমি তাহার কাছে হলাম
পঁচা আবর্জনা,
পেলাম তাই তাহার কাছে
হাজারো যণ্ত্রনা।
দিবারাতি কাটে তাহার
যত কটু কথায়,
হৃদয় আমার তাই ভরে যায়
কষ্ট নামের ব্যথায়।
যাহা ছিল তাই হয়েছে
আশার কিছু নাই
দোয়া মা-গো যা করেছ
তাহাই যেন পাই
''চয়েস,,
©somewhere in net ltd.