নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

পুজারী....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

হে পুজারী, এসো পুজো করি। আমরা এমন পুজো করি যে পুজো অন্যের উপকারে লাঘগ।

আমার দ্বারা কারো ক্ষতি হোক এমন পুজা নিশ্চয়ই আমরা চাই না। তুমি আমি মানুষ । আমার যে জিনিসের অভাব সেটা তোমার কাছে থাকতে পারে, আবার তোমার যাহার অভাব সেটা আমার কাছে কি থাকতে পারে না ? এসো পরস্পরের অভাব পূরণ করি। আমরা যদি কোন অপরাধকে সহায়তা না করি তবে সে অপরাধ কখনো বেড়ে উঠতে পারবে না। যেমন, পরগাছা অন্যের সাহায়্যে নিজের জীবন গড়ে তোলে। তেমনি অন্যায়কে আমরা প্রশ্রয় দেই বলে সে আমাদের হুমকি দিতে সাহস পায়।

আমরা বাঙালী । আমরা কখনো ভীত হই নি। আমরা কখনো ভীত নই।আমরা ভয়কে জয় করতে জানি। অন্যায়ের সাথে আপস করি না। সেই সাথে আমি বা আমরা মুসলমানরা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নি বা করবো না। এতে যদি মরতে হয় তবু দ্বিধা করবো না। যে ধর্মকে ভালবাসে, সে নিজেকে ভালবাসে। যে নিজেকে ভালবাসে, সে দেশকে ভালবাসে। এসো আমরা সবাই মিলে সুন্দর দেশ গড়ি। মারামরি বন্ধ করি। তবেই শান্তিতে থাকব । ইনশ্আল্লাহ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.