![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
দৃষ্টির সীমা নাই ,
যদি, না পায় দেখা বাঁধার,
রাত্রিও হয় না তাই,
যদি, না হয় আন্ধার।
বাহিরে আন্ধার হলেও তবু
অন্তরেতে আলো,
জ্বালো তরুণ সবাই মিলে
কঠিন আগুন জ্বালো।
যে আগুনে পুড়বে সকল
হিংসা, ঘৃণা, দ্বেষ
সবার মাঝে বিলিয়ে দেব
সবার সর্বশেষ।
©somewhere in net ltd.