![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
সে দিনের এক কথা। আমরা কয়েক বন্ধু রাস্তার পাশে বসে গল্প করছি । কারো পুরনো দিনের মনে থাকা মজার স্মৃতিচারণ, আবার কারো কৌতুক। শুনে শুনে আমাদের সময় ভালোই কাঠছিল। কেউ আবার এমন প্রশ্ন করে যে, উত্তর দিতে আমাদের কম্ম সারা। যাহোক, এভাবেই আমাদের আড্ডা চলছিল। সবাইকে চমক লাগিয়ে রাস্তা থেকে একজন লোক আমদের সবাইকে একটা পশ্ন করল, আচ্ছা তোমরা বলো তো ২১ শে ফেব্রুয়যারী কত তারিখে ? প্রশ্ন শুনে আমার এক বন্ধু উত্তর দিল, আংকেল আমি জানি।
লোকটা বলল, তবে বল।
আমার বন্ধু উত্তরে বলল, বিস্তারিত বলব, না সংক্ষেপে ?
লোকটা বলল, সংক্ষেপে বল ।
আমার বন্ধু উত্তরে বলল, আংকেল ২১ শে ফেব্রুয়ারী হচ্ছে ২৬ শে মার্চে।
©somewhere in net ltd.