![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
অফিস থেকে বাসায় ফিরছিলাম। রাস্তায় প্রচুর ভিড়। সেই ভিড়ের একজন হয়ে গেলাম। আমি চলছি, সাথে আমার ভাবনাটাও। কত যে কি ভাবি ? হাজারো প্রশ্ন মনে উকি দেয় । কখনো রাজনীতির চিন্তা আবার কখনো পেটনীতির চিন্তা। নানা চিন্তা মাথায় নিয়ে অসহায়ের মত রাস্তায় চলছি। এলোমেলো পা ফেলার কারণে একজনের সাথে আমার ধাক্কা লেগে যায়। মেয়েটি কোন স্কুলের ডিগ্রি নেওয়া আমার জানা নাই । ধাক্কা লাগার উপহার হিসেবে আমাকে কিছু গালি দিল যা ভাষায় লেখা আমার পক্ষে সম্ভব হলো না। প্রতি উত্তরে আমি তাকে শুধু এটুকুই বলতে চাইলাম যে, রাস্তায় কোন কুকুরের গায়ে লাথি লাগলে সেও তোমার মত আচরণ করে। তবে, বলতে পারলাম না।
©somewhere in net ltd.