![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
সুর্যের আলো ঠিক করে দেয় দিনের পুর্বাভাস ।
আশার আলো সত্য হবে, সত্য চললে পাশ।
হাহাকার আর চিৎকারে; আসবে কি কোন উপকারে ?
ঠিক যদি না থাকে তোমার ,
সঠিক চলার রাশ।
সুর্যের আলো ঠিক করে দেয় দিনের পুর্বাভাস ।
সত্য মোদের সাথে চলে,
নিত্য নতুন কথা বলে,
সহজ করে শ্বাস।.......
©somewhere in net ltd.