![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
সত্য বলায় হয়রানি আজ,
মিথ্যার জয়ধ্বনি,
বিচার সেথায় হাহাকার, য়েথায়
মিথ্যার ছড়াছড়ি।
সত্য বললে মন-খারাপ আর
মিথ্যা বললে খুশি,
এখানে, সত্যের বাজার নিম্নমানের
মিথ্যার দর বেশী।
সত্যের সাথে চলব বলে
মিথ্যা দুরে ঠেলি,
মিথ্যা আমায় তাই দেখিয়া, কহে
গেলি দুরে গেলি।
সত্য তোর সাথী হবে না
মিথ্যার তোড়জোড়ে,
তুই, শিথ্যার কাছে মাফ চাহিবি
দু-হাত কড়োজোড়ে।
সুখে যদি থাকতে চাও, তবে
সত্য আজি ভুলে যাও,
নগদ পাবে দুনিয়ার সুখ, নিজেকে
মিথ্যার সাথে জড়িয়ে নাও।
সত্য বললে তোমার পাওনা
মৃত্যু নামের মালা,
মিথ্যার সাথে জড়িয়ে গেলে
পাবে জয়-মালা।
'' চয়েস''
©somewhere in net ltd.