![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
আমি বড় হতে চাই। কে চায় না বলুন তো ? বড় হতে চায় না এমন ব্যক্তি খুজে পাওয়া বড়ই কষ্টের ব্যাপার। উচ্চাশা পোষণ করেন এমন লোক অহরহ আমাদের সামনে নিত্য চলা ফেরা করে। যেমন, ধরুন আপনি রাস্তায় হাটছেন এবং আপনার পাশাপাশি আরেক জন। এরুপ দু জন লোক একসাথে চললে একটা অস্হায়ী সম্পর্ক গড়ে ওঠে। এমনি আমি আর আমার এক পথ-বন্ধু মিলে গল্পের ছলে পথ চলছিলাম। দু-জনের মাঝে গল্প হচ্ছেছিল এ রকম -
আমি ।। কি হে ভাই বর্তমান দেশের অবস্থা আপনার কেমন মনে হয় ?
বন্ধু ।। কেমন আবার, ভাল। আমরা যারা ৫২ দেখি নাই, আমাদের ৫২ দেখার সুযোগ করে দিল বর্তমান সরকার।
আমি ।। কিভাবে ?
বন্ধু ।। কেন, নির্বিচারে নিরীহ মানুষ মরে।
আমি ।। সরকার বলছে তারা রাজাকার মারছে, তাতে আপনার দ্বিমত কেন ?
বন্ধু ।। সারা বাংলার সবাই আজ রাজাকার আর লীগ বদ্দ্র নোক তাই না , আমি জানি রাজাকার একদলে নয় সব দলেই আছে
নিজের বিচার আগে করো
পরের বিচার পাছে,
নিজের ঘর ঠিক থাকিলে
অন্যের ঘর বাঁচে।
আমার বিচার তুমি করছ
তোমার বিচার করবে কে ?
বিচার বিচার করে তুমি
মাথা ফেলছ বেঁচে।
©somewhere in net ltd.