নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

তোষামোদ........

১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭

আজ কিছু মনে নেই। কি লিখব জানি না। তবে এখানে যেহেতু এসেছি একটা কিছুতো লিখতে হবে । তাই তোমাদের জন্য একটা চুটকি লিখি, কি বল ?

আমাদের দেশে রাজনৈতিক দলের সংখ্যা না হলেও আধা-সেঞ্চুরী তো হবেই। আর এই রাজনৈতিক দলের নেতাদের চাওয়া হলো ক্ষমতার চেয়ার। যেখানে বসে এরা ধরাকে সরা করতে পারে। তাই এদরে কাজে জনগনের সেবার নামে নিজের সেবাটাই মুখ্য। নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা কখনো বাঘ আবার কখনো শেয়াল হতেও দ্বিধা করে না। এরা বিপদ দেখলে হয় শেয়াল আর নরম-দের (জনগন) সামনে বাঘের ন্যায় আচরণ করে। আবার নিজের অস্তিত্ব রক্ষার্থে জোট বাধে।....

মোটকথা এদের আচরণ নিম্নোক্ত প্রানীদের সাথে তুলনীয়।....

একদা জঙ্গলে একা শিকার পাওয়া খুবই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়াল। তদ-জন্যে শিকারের আশায় সিংহ, বাঘ আর শেয়াল মিলে একটা জোট গঠন করিল। তিনজনে শিকারের উদ্দেশে বের হইল। সারাদিন কঠোর পরিশ্রম করিল এবং তথাপি তাহার ফলও পাইল। সারাদিন তাহারা তিনটি পশু শিকার করিয়াছিল। দিনান্তে শিকারকৃত পশুত্রয় লইয়া বৈঠকে বসিল, কারণ যেহেতু সবাই মিলিয়া শিকার করিয়াছে তাই ইহার একটা বন্টন হওয়া দরকার বলিয়া তাহারা মনে করিয়াছিল। বৈঠকে সিংহ মহাশয় সভাপতি নির্বাচিত হইয়াছিলেন। সিংহ সাহেব বলিলেন, বাঘ মহাশয় আপনি ভাগ করিয়া দিন। বাঘ বলিলেন ভাগ করার কি আছে, শিকার ( মুরগী, ছাগল, গাভী) যেহেতু তিনটি আমরা তিনজনে নিলেই মনে হয় মিটিয়া যাইবে।সিংহ শুনিযা বাঘের গর্দানে একটা থাপ্পড় বসাইয়া দিল। একটা থাপ্পড় খাইয়া বাঘ মহাশয় তার ভাগের কথা ভুলিয়া গেল। সিংহ এবার ভাগের দায়িক্ত শিয়ালের হাতে তুলিয়া দিল। শিয়াল পুর্বাবস্থা স্বরণ করিয়া বলিল , হুজুর এটা আবার ভাগ করার কি আছে, একটা দ্বরা আপনি নাস্তা, একটা দ্বারা দুপুরের টিফিন এবং একটা আপনার রাতের খাবার হলেই আমার কাছে উত্তম বলিয়া মনে হয়। শিয়ালের এরকম ভাগ করার ক্ষমতা দেখিয়া সিংহ মহাশয় খুবই খুশি হলেন এবং পরবর্তীতে যা করার তাই করিলেন। আমার যতটুকু মনে আমার দেশের সব রাজনৈতিক দলের মধ্যেই এ ধান্ধা বর্তমান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.