![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
মরণ তোমার প্রতিক্ষায় আছি
আশার শেষ তোমার দ্বারা
বাঁচার সাধ সবারই আছে
হঠাৎ কারো কাম্য নয়,
তোমাকে সবাই বিভীষিকার ভয়
কেন, তুমি ভয় দেখায় ।
তুমি আসবে জানা সবার
তবে, সময় কারো নাই জানা,
দিন, মাস, বছর পরে,
তোমাকে আসতেই হবে।
আমি অমর।
তোমার আগমনের আগ-মুহুর্ত পর্যন্ত।
যে দিন তুমি আসবে,
আমি চলে যাবো।
তুমিও আমায় খুজে পাবে না।
হয়তো অনেকের নয়ন ভিজবে,
কেহ নিস্তার পাবে।
কান্না আমার ভালো লাগে না
আমি দেখতেও চাই না,
আমি চলে যেতে চাই।
আমি আছি তোমার প্রতিক্ষায়।
তোমার সাথে প্রথম দেখায়
আমার শেষ দেখা হবে,
আমি চলে যাবো আর ফিরবো না,
তুমি আসলেই আমি চলে যাবো।
তোমার সাথে আমার শত্রুতা নেই,
বন্ধুত্ব , সে তো পুরাতন ।
অচিন তুমি অচিন থাক,
জানাশোনার কারবার নাই ,
অভিমান করলে লাভ নাই তোমার,
আমার কাছে আসতেই হবে।
তুমি ক্ষনস্হায়ী, আমিও তাই
এ মতেই তোমার আমার দেখা নাই
দেখা কিন্তু হওয়া চাই
দেখা হবেই ,
শেষ নিঃশ্বাসের বেলায়
মরণ, আমি তোমার অপেক্ষায়।
আমার পুর্ণতার দরকার নাই
যেমন আছি , তেমন চাই
সুন্দর যেন হতে পারে
আমার বিদায় বেলা ।
খালি হয়ে চলে যাবো
যেমন এসেছিলাম
খালি খালি খেলে গেলাম
খালির মাঝে পড়ে
মরন তুমি নিয়ে যাও
আমার আপন ঘরে ।
©somewhere in net ltd.