![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
উচাটন মন আনচান করে
সন্দে বেলায় ফিরে যায় ঘরে,
এদিক ওদিক ঘোরার পরে
মধ্যরাতে উঠে পড়ে।
চমকিয়া সে চারপাশ দেখে,
হাসিয়া আবার নিজেকে বকে,
পাগল হলি কেমনে বল
মন আমার প্রেম পাগল।
হঠাৎ উঠিয়া মেঝেতে নামিয়া
দরজার দিকে চলিয়া যায়,
খিল খুলিয়া বাহির হইয়া,
আমাকে সঙ্গে লইয়া যায়।
বলে আমায় দেখ তাকাইয়া,
ঐ দুরে দেখা যায়
সাদা একখান শাড়ি পড়িয়া
ডাকিছে সে আচলের ইশারায়।
প্রিয়া আমার মরিছে কবে
আমারি হেথায় স্বরণ নাই
মন তোরে আজি ডাকে
সাদা শাড়ি পড়িয়া
ইশারায় ইশারায়।
©somewhere in net ltd.