নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

আলোচনা

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৩

খালেদা জিয়াকে সংলাপের আহ্বান প্রধানমন্ত্রীর



বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর ইউএনবির।

খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আসুন, আমরা আলোচনায় বসি। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি আছি।’

বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো সময়, যেকোনো স্থানে আলোচনা হতে পারে। তবে সংসদ সবচেয়ে ভালো জায়গা, নিরপেক্ষ জায়গা। সংসদে আসুন, সংসদে আলোচনা হতে পারে।’

২ মে আহূত হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।





মন্তব্য :



শাবাশ বাঙ্গালী আমরা সব পারি । ধন্যবাদ

Sujit Roy



২০১৩.০৫.০২ ১৩:১৬ Good. We waiting. But Prime minister please kick Ershad then ask opposition leader to kick Jamat

FOHAD



২০১৩.০৫.০২ ১৩:১৭ প্রধান মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ । এবার দেখা যাবে বিএনপি তথা খালেদা কি করেন ?

Kamal Hossain (মহম্মদপুর, মাগুরা)



২০১৩.০৫.০২ ১৩:১৮ খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আসুন, আমরা আলোচনায় বসি।

Please do that. We all be pleased.

Subun



২০১৩.০৫.০২ ১৩:১৯ Thanks

Monu



২০১৩.০৫.০২ ১৩:২০ দেশের মানুষও চায় দুই নেত্রি র মধ্যে সংলাপ হউক। প্রধান মন্ত্রি কে ধন্যবাদ জানাই।

Hassan Mahmud



২০১৩.০৫.০২ ১৩:২০ Thanks PM for your smart/brilliant decision.

Md. Akidul Islam



২০১৩.০৫.০২ ১৩:২১ আশা করি বিরোধীদলীয় নেতা এ আহ্বানে সারা দিয়ে সংলাপে বসবেন । দেশবাসী দেশের বর্তমান সংকট নিরসন চায় ।

Sushanta Roy



২০১৩.০৫.০২ ১৩:২১ মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এমন বাংলাদেশই আমরা চাই।

Md Ayub Ali Mahfuj (MaaM)



২০১৩.০৫.০২ ১৩:২২ মাননীয় প্রধানমন্ত্রীর এই সুন্দর প্রস্তাবের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন।

আশা করি এই সংলাপের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গন শান্ত হবে।

mahfuza bulbul



২০১৩.০৫.০২ ১৩:২৩ বিরোধী দলের সব বড় নেতাদের বন্দী করে আলোচনার আহ্বান করে আলোচনার নামে আর কত প্রহসন প্রদর্শন করবেন ?

dibakar .



২০১৩.০৫.০২ ১৩:২৫ এমন নিতীটার দিকেই তাকিয়ে ছিলাম গত ২৩ বছর । দয়াকরে কেই বাজে কমেন্ট করে শুভ পথটিকে অশুভ পথে নেওয়ার চেষ্টা করবেন না ।

rubel raj



২০১৩.০৫.০২ ১৩:২৭ জীবনেও ভাবি নি এমন ছবি রাজনীতিতে দেখব। আমরা সাধারণ মানুষ খালেদা জিয়া ও শেখ হাসিনার দিকে থাকিয়ে ছিলাম । আজ তা পূরণ হতে যাচ্চে ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কোটি কোটি সালাম এই জন্য যে তিনি বুঝিয়ে দিলেন তিনি কতটা যোগ্য এই সময়ে । বি ডি আর এর ঘটনা , সাভার ধসের ঘটনা যে বিচক্কনতার সাথে উনি মোকাবেলা করেছেন তা বাংগালি জাতি সারা জীবন মনে রাখবেন ।

বেগম জিয়া কেবল ৩ বারের প্রধানমন্ত্রীই নন , রাজনীতিতে এক ক্কমতাধর মহিলা । যিনি এমন এক দিকটাকে বেধে রেখেছেন যে উনি না হলে সেই অপশক্তিরা দেশটার রাজনীতিতে বিপর্যয়ই কেবল নয় বাংগালি জাতির জন্যে এক অভিশাপ হয়ে দাড়াত।

আসুন আমরা সবাই উনাদের জন্যে দোয়া করি । আমরা সত্যিই ভাগ্যবান যে উনাদের মত নেতা পেয়েছি । আজকের দিনগুলো ইতিহাসে এক ভিনন দিন হয়ে থাকবে ,

nasir khan



২০১৩.০৫.০২ ১৩:২৯ wow

A J Talukder



২০১৩.০৫.০২ ১৩:৩১ বিরোধী দল ও সুশীল সমাজের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সরকার তথা আওয়ামী লীগ সত্যিই যদি আলোচনায় বসতে চায়, তাহলে আনুষ্ঠানিক প্রস্তাব দিলে অনেক ভালো হয়। এতে আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চিতভাবেই প্রসংশিত হবে; একইসঙ্গে বিরোধী দলও কোনো অজুহাতে আলোচনার প্রস্তাব পাশ কাটাতে পারবে না

sohag



২০১৩.০৫.০২ ১৩:৩২ specify the details of discussion..

Saaanzida Saabiha



২০১৩.০৫.০২ ১৩:৩২ আমরা এর সফল বাস্তবায়ন চাই, শুধু মুখে বললে হবে না।

নামহীন গোত্রহীন



২০১৩.০৫.০২ ১৩:৩৩ ভালো উদ্যোগ ।।

Md. Shihab Uddin



২০১৩.০৫.০২ ১৩:৩৫ Very Smart

A.Forkan



২০১৩.০৫.০২ ১৩:৩৫ খুব ভাল উদ্যোগ। খালেদা সাড়া দিলে, জামাত আর হেফাজত পালাবার পথও পাবে না। দেশ ও স্বাভাবিক পথে ফিরে আসবে। শেখ হাসিনাকে ধন্যবাদ।

Md.Habibur Rahman khan



২০১৩.০৫.০২ ১৩:৪১ প্রধানমন্ত্রী জল অনেক বেশী ঘোলা করে ফেলেছেন - এই বিষয়ে কোন সন্দেহ নাই । সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিয়ে সব দল এবং মতের নিকট গ্রহণেযাগ্য করাটা বিশেষভাবে জরুরী ।

M.M.H. Rubel



২০১৩.০৫.০২ ১৩:৪২ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। যদি সাভার ট্রাজেডীর দিন প্রধানমন্ত্রী বিরোধীদলীয়নেত্রীকে নিয়ে সাভারে গিয়ে একসাথে পরিস্থিতি মোকাবেলার ঘোষনা দিতেন তাহলে আরও বেশী খুশি হতাম এবং দেশে একটি উদাহারণ সৃষ্টি হত এবং দুদলের একটি সুবিধা হত তা হচ্ছে সুবিধাবাদীরা ভয়ে এই দুই দলের ক্ষতি করার সাহস পেত না।

Maruf



২০১৩.০৫.০২ ১৩:৪৩ Plz Send a formal letter to BNP

দেবপ্রিয় দেব, ওয়েস্ট লন্ডন



২০১৩.০৫.০২ ১৩:৪৩ আমরা সংলাপ চাই , মুরাদ জংয়ের শাস্তি চাই , সোহেল রানার ফাঁসি চাই আমরা সাভারের লাশের সঠিক হিসাব চাই।

Mohammad Zahinul Islam



২০১৩.০৫.০২ ১৩:৪৪ If I could turn the page

In time then I'd rearrange just a day or two

Close my, close my, close my eyes



But I couldn't find a way

So I'll settle for one day to believe in you

Tell me, tell me, tell me lies



Tell me lies

Tell me sweet little lies

(Tell me lies, tell me, tell me lies)

Oh, no, no you can't disguise

(You can't disguise, no you can't disguise)

Tell me lies

Tell me sweet little lies



Although I'm not making plans

I hope that you understand there's a reason why

Close your, close your, close your eyes



No more broken hearts

We're better off apart let's give it a try

Tell me, tell me, tell me lies



Tell me lies

Tell me sweet little lies

(Tell me lies, tell me, tell me lies)

Oh, no, no you can't disguise

(You can't disguise, no you can't disguise)

Tell me lies

Tell me sweet little lies



If I could turn the page

In time then I'd rearrange just a day or two

Close my, close my, close my eyes



But I couldn't find a way

So I'll settle for one day to believe in you

Tell me, tell me, tell me lies



Tell me lies

Tell me sweet little lies

(Tell me lies, tell me, tell me lies)

Oh, no, no you can't disguise

(You can't disguise, no you can't disguise)



Tell me lies

Tell me sweet little lies

(Tell me lies, tell me, tell me lies)

Oh, no, no you can't disguise

(You can't disguise, no you can't disguise)

Tell me lies

Tell me sweet little lies

(Tell me, tell me lies)...Fleetwood Mac

Md.Iqbal Hossain



২০১৩.০৫.০২ ১৩:৪৬ মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ । আশা করি বেগম খালেদা জিয়া তার সম্মান রাখবেন। ২০১৩.০৫.০২ ১৩:৪৯ অন্তরের অন্তস্থল থেকে প্রধানমন্ত্রিকে অনেক অনেক অনেক ধন্যবাদ। এটাই চেয়ে ছিলাম....যখন তার কথা শুনার জন্য ব্যকুল ছিল জাতি তখন তিনি বিবিসিতে সব বললেন । এখন হেফাজতি জামাতকে কঠোরভাবে দমন করুন, জাতি আপনার সাথে আছে।

mahmudul hasan



২০১৩.০৫.০২ ১৩:৫২ Make it specific & formal.

Lutfor Rahman



২০১৩.০৫.০২ ১৩:৫৪ খালেদা সাড়া দিলে হেফাজৎ এর সামনের মহাসমাবেশ মাইক্রো সমাবেশ হয়ে যাবে। আর তাদের নেতারা বলবে সারা বাংলাদেশ নাস্তিক হয়ে গেছে

Joynal



২০১৩.০৫.০২ ১৩:৫৯ এত দিন পর মনে হল সংলাপে বসার, যখন সব শেয হয়ে গেল । তবুও আমরা আলোচনা করতে চাই , দেশের জণ্য , দেশের মানুষের জণ্য , মানবতার মুক্তির জণ্য ।

Riyadh, Lakshmipur.



২০১৩.০৫.০২ ১৪:০২ সাবধান হও বিএনপি, চোখ রাখো খোলা,

হাসিনা যাই বলুক, কানে দাও তালা।

বিশ্বাস করেছো তো মরেছ, যদি ভালো চাও

Riyadh, Lakshmipur.



২০১৩.০৫.০২ ১৪:০২ সাবধান হও বিএনপি, চোখ রাখো খোলা,

হাসিনা যাই বলুক, কানে দাও তালা।

বিশ্বাস করেছো তো মরেছ, যদি ভালো চাও

Biplob Roy Genis



২০১৩.০৫.০২ ১৪:০৬ দেরিতে হলেও বিরোধী দলকে আলোচনার আহবান জানালেন প্রধানমন্ত্রী। বললেন স্পিকারসহ তারা তিনজনে ছবি তোলার কথাও। তেমনি বিরোধী দল প্রধানমন্ত্রীর আহবানে হরতাল স্থগিত করলেন। এটা অবশ্যই দেশ এবং জনগণের জন্য সুবাতাস। এখন শুধু একটাই বাকী- যদি এই দুই নেত্রী তাদের ভুলগুলো শুধরে নিয়ে কেউ কারো মিথ্যা সমালোচনায় না করুন। দু'জনেই খেয়াল রাখুন- কোন তৃতীয় পক্ষ আপনাদের ভুল বুঝিয়ে এই শুভ পদক্ষেপ নষ্ট না করে দেয়। তাহলে বিশ্বের কাছে মাথা উচু করে আমরাও মাথা উচু করে বলতে পারব- দ্যাখো বিশ্ববাসী.. আমরাও পারি, আমরাই পারি। আমরাও দেখাবো- এই দেশে বিদেশিরা কাজ করে টাকা কামাতে আসবে। সেদিন বেশি দূরে নয়। জয়তু বাংলাদেশ।

Mir Moinuddin Ahmed



২০১৩.০৫.০২ ১৪:১০ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এবার একটি লিখিত প্রস্তাব পাঠান বিএনপিকে। এরপরও যদি বিএনপি টালবাহান করে তাহলে আমরা বুঝে নেব তারা সমস্যা সমাধানে সত্যই আন্তরিক নয়, যার জবাব আমরা আগামী নির্বাচনে দেব।

Ziauddin



২০১৩.০৫.০২ ১৪:১১ ৫ই মের গণঅভ্যুথান ঠেকাতে হাসিনার আলোচনা প্রস্তাব নতুন কৌশল মাএ । ৫ই মে পেরিয়ে গেলেই দেখবেন সূর পাল্টিয়ে দেবে। বেগম জিয়া এখন কোন আলোচনা নয় সরকার পতনের দাবির বাইরে আলোচনার নামে আওয়ামী ষড়যন্এের ফাদে পা দিয়েন না with out confirmation of Care Taker Gov

JOIYETA ANONDI



২০১৩.০৫.০২ ১৪:১৫ মাননীয় প্রধানমন্ত্রিকে অনেক অনেক ধন্যবাদ। আলোচনায় বসে কাদা ছুরাছুরি না করে দেশের চলমান আবসথা নিয়ে Constructive Decision নেবেন -----এমনটাই আশা করি।



আমার মত : আসল - নকল সবাই যে নিরাপদ থাকতে চায়, উপরের মতামত গুলো তার প্রমাণ করে। আমরা কেউই খুন, হত্যা, লুটতরাজ পছন্দ করি না । কেউ আলোচনার পক্ষে, কেউ বিপক্ষে মতামত দিয়েছেন। তবে যেটা ভাল তা আমাদের গ্রহন করা উচিত



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.