নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

মতামত কত রকমের হয় ? নিচে দেখ.....

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মতামত-০১ : সাজেদা চৌধুরীর ২ টাকার এপিএস যখন হেলিকপ্টারে করে ১০০ ভরি সোনা দিয়ে বিয়ে করতে যায় তখন নেড়ি কুকুরের ছানারা বলে ওয়া ক্যায়া বাত হে, ক্যায়া বাত হে!



যখন ৯০ বছরের একজন বৃদ্ধ, যিনি ডাক দিলে লাখ লাখ মানুষ ছুটে আসে তিনি হেলিকপ্টার করে চট্টগ্রাম থেকে বগুড়া যায়!!



তখন কুকুর ছানারা চিতকার করে বলে



হায়! হায়! জাত গেল! জাত গেল!



কুকুর ছানাদের কান্ড দেখে মনে হয়, এই দেশে শুধু চোর ডাকাত, লুটেরাদের হেলিকপ্টারে চড়ার অধিকার আছে, ভালো মানুষের না!

৭১ টিভির আলোচনার বিষয়বস্তু ছিল বগুড়ায়

হেফাজতের মহা-সমাবেশ।



স্ক্রিন এ পুরো সময়টা জুড়ে ছিল

আল্লামা শাফিকে বহনকারী হেলিকপ্টার।



৯০+ বয়সের লোকটি কেন লক্কর ঝক্কর

বাসে করে সমাবেশে এলেন না, এটা নিয়ে তাদের

আক্ষেপের অন্ত নাই।



মনে হচ্ছে, আল্লামা শাফি প্রথম

বাঙ্গালী হিসেবে হেলিকপ্টারে চড়ার গৌরব

অর্জন করেছেন।



পুনশ্চঃ প্রধানমন্ত্রীর এক দিনের নাস্তার খরচ

দিয়ে কয়েকটি হেলিকপ্টার ভাড়া করা যাবে

(কামরূল, আমাদের সময়)





মতামত-০২ : শেখ হাসিনার ডাইরি



আমি শেখ হাসিনা

দেশ দরদে বাচিনা।

নির্বাচনটা এলে পরে

ধরি অনেক রূপ

জনগণকে ফেলবো ফাদে

খুরেছি নতুন কূপ।

কখনো কপালে তিলক পরি

কখনো হই খ্রিষ্টান

কখনোবা হজ্জ করি

হয়ে মুসলমান।



দাদা ছিল হিন্দু আমার

বাবারো সেই ধর্ম

তাই আমি বুঝতে চাইনা

ইসলামেরি মর্ম।

ছেলের বউ ইহুদি আমার

ছেলেও খ্রিষ্টান হয়

মেয়ের শ্বশুর রাজাকার

কি অপরূপ সমন্বয়।



আমার বাবা শেখ মুজিব

ক্ষমতায় থাকার তরে

সকল মতকে পায়ে পিষে

বাকশাল কায়েম করে।

রক্ষিবাহিনী গড়ে তিনি

মারেন মুক্তিযোদ্ধা

আমিও ভাই করিনা

তাদের খুব শ্রদ্ধা।



রাজাকার ছিল যত

আওয়ামী নেতারা

তাই তিনি বিচার করতে

পারেননি বেচারা।

আমার বাবা জাতির পিতা

করছি আমি ঘোষনা

এত বলার পরেও কেন

তোমরা তা মাননা।



বাবার নামে সব হবে

হবে বিমান বন্দর

যদি কেউ বাধা দেয়

জলদি তাদের ক্ষতম কর।

দেশের যত প্রতিষ্ঠান

করবো বাবার নামে

আমার তো অবদান নাই

স্বাধীনতার কামে।



নির্বাচনের আগে অনেক

দিয়েছিলাম প্রতিশ্রুতি

ক্ষমতা পেয়ে ভূলে গেছি

পাল্টেছে মতি - গতি।

দেশের মানুষ না খেয়ে থাক

টাতে আমার কি?



যে করেই হোক আমিতো

প্রধানমন্ত্রী হয়েছি।

(কামরূল, আমাদের সময়)





মতামত-০৩ : · খালেদা জিয়ার গায়ে কি , পাতলা সাড়ী দেখেন নি ?

বুড়া হয়ে লঙ্কা কাণ্ড , শিবির বলে দেখতে ভাল ।

ছেলে পেলে দূরে রেখে , মজা লুটে জামাত নিয়ে ।

সাইদি বলে খালেদা , ঘুমটা আপনায় মানায় না ।

মদ জুয়া হুঙ্কার , খালেদা জিয়া সপকিপার ।

হারেস ফালু নিজের লোক , মজা নিতে নয়তো দোষ ।

সাকা চাইলে মানা নাই , লক্ষ তাঁহার একটাই ।

৭১ এর বিরঙ্গনা , ফ্যাশনে তাঁর নাই তুলনা ।

নামাজ রোযা কাছে নাই , মদের বোতল কাছে তাই ।

মদ খেয়ে হেলে ডূলে ,কথা বলে তাল বেতালে ।

শিক্ষায় নাইত যোগ্যতা , কথা বার্তায় উগ্রতা ।

ডাণে বামে জামাতি , হিংসায় ভরা কূটনীতি ।

জামাত করে জঙ্গি পনা , খালেদা জিয়ার নয়তো মানা ।

(মাতারী, আমাদের সময়)



মতমত ০৪ : আমিই তো ভাল না, তবে অন্যকে খারাপ বলি কেমনে ?

আমাদের নিজেদের আগে ভাল হওয়া উচিত। তারপর অন্যের কাজে নাক গলাবো। নিজের দোষকে ছাই চাপা দিয়ে অন্যের দোষ নিয়ে নাচলে লোকে খারাপ ছাড়া ভাল বলবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। নিজেকে নরকে নাক ডুবিয়ে অন্যকে যদি বলি তুই নরকে এলি কেন ? তাহলে উত্তর কি হবে সবারই কম-বেশী জানা

(নিজস্ব মতামত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.