নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রীর নাড়াচাড়া.......এবং ফল ।

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:২৭

স্বরাষ্ট্রমন্ত্রীর নাড়াচাড়া

মাহফুজ রহমান | তারিখ: ২৯-০৪-২০১৩



কেন নাড়া দিলে?

নাড়ালেই নড়ে না অনেক পিলার

তবু কেন পিলার নাড়ালে?

যুবলীগের সোহেল রানা মালিক যার

তাকে কেন সাপের পাঁচ পা দেখালে!



কেন ওভাবে নাড়ালে?

খানিকটা পলেস্তারা খসেছিল কেবল বাহিরে

তার পরও কেন পিলার নাড়ালে?



ভয় দেখালেই ভয় পায় না সোহেলে,

তবু তাকে সে ভয় দেখালে?

যে মানুষ দলের সব কটা কুকর্মে গেছে,

সবাইকে তেল দিয়েই সে সোহেল

হারাবার ভয় হারিয়েছে,

মৃত্যুর মিছিলে সে স্লোগান দিয়েছে।

(রস+আলো)



আমি এমন কিছু বলব না যাতে সরকার বিরোধী হয়ে যাই। আমরা রাস্তার মানুষ। তাই রাস্তায় নামলে শুনতে পাই বিভিন্ন জনের বিভিন্ন মতামত। কেউ আওয়ামী লীগ, কেউ বি.এন.পি, কেউ জামায়াত, আবার স্বতন্ত্র ও আছে কিছু কিছু। আমি খাব না খাব না করে যদি সে খাবারই খাই তাহলে লোকে আমাকে ভাল বলবে সেটা আমরা নিশ্চয়ই আশা করতে পারি না।

তেমনি পুরাতন একটা ভবনের পিলার কুড়িজন মিলে নাড়াচাড়া করলে যে নয়তলা ভবন পড়ে যাবে না এটা নির্ধিদ্বায় সবাই বলবে বলে আমি মনে করি এবং আমার পক্ষ থেকে গ্যারান্টি দিতে পারি। কারণ, ভাংগা একটা ভবন ধুলোয় মেশাতে যেখানে কয়েক সপ্তাহ লেগে যায়।



আমি লোকমুখে শুনি যে, যদি খবরের পাতায় যেতে চাও তবে মধ্যম পন্থা পরিহার কর। আমার দেশের মন্ত্রীরা কাজ দিয়ে না হোক কথার মালা দিয়ে খবরের শিরোনাম যে হয়েছেন তা আমরা আমাদের অতীত এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীদের নিম্ন লিখিত কথার যাদু থেকে বুঝতে পারি নিশ্চয়ই....



১. আল্লাহর মাল আল্লায় নিছে

২. মাটি খুড়ে হলেও অপরাধীদের ধরে আনব,

৩. সার্চ ফর শত্রুস,

৪. হরতাল সমর্থনকারীরা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ সকাল ৭:৩৩

এম.কে.চয়েস বলেছেন: সুপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.