![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
অবহেলা
কখনোই ক্ষমা করে না,
সে যদি হয় জীবনের প্রশ্নে,
অতীত সাক্ষী, সাক্ষী বর্তমান,
আরো সাক্ষী মহাকাল।
জীবনের তরে,
সামান্যতম দরদ থাকলে,
কঠিন অন্ধকারে বহুদিন,
অল্পকিছু মনে হয়,
বেঁচেও থাকা যায়,
যদি জীবনের প্রতি
কঠিনতম টান থাকে,
ধের্য্য -পাহাড় পেরিয়ে,
আনন্দ স্বাদ ভাগ করা যায়।
ধৈর্য্য-চুতি
ভাল কোন ফল এনে দেয় না,
ক্ষতি ছাড়া,
হারানোর বেদনা নিয়ে,
নীড়ে ফিরে যেতে হয়,
একদম খালি হয়ে,
হয়তো বা না চেনার দেশে.....
©somewhere in net ltd.