নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে দেয়া হবে না : অমপুপ

১২ ই মে, ২০১৩ রাত ১:৩৫

বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানোর জন্যেই তোরা নবী প্রিয় নিরস্র নিস্পাপ মানুষকে নির্মম ভাবে হত্যা করেছিস।:P তোদের কোটি কোটি অবৈধ টাকা মদ-জুয়া নারী নিয়ে ফুর্তি করার ক্ষমতা পাকা পোক্ত করার জন্যে নির্বিচারে গণহত্যা করেছিস। এই লোক গুলো ন্যায়বিচার থেকে যখন সম্পূর্ণ রূপে বঞ্চিত হবে, আর তাদের কথা যখন কেউ শুনবেনা, তখন তারা ন্যায়বিচারের জন্যে হাতে অস্র নিয়ে তোদেরকে নিধন করলে সেটা তালেবান হবেনা। সেটা হবে মুক্তির জন্যে যুদ্ধ। ন্যায়ের জন্যে যুদ্ধ। পবিত্র ভূমিকে হায়েনা থেকে মুক্ত করার যুদ্ধB-)। তোদের বিরুদ্ধে এতই অপবাধ বলে আর শেষ করা যাবেনা। বিশ্ব দেখতেছে বাংলাদেশের হাজার হাজার মুসলমান তোদের হাতে নির্মম ভাবে নিহত হওয়ার পরেও অস্র হাতে নেয়নি এখনো। কিন্তু তোরা গণহত্যা করেই যাচ্ছিস মনমত। আর তোদের দুর্নীতি বদমায়েসী সন্মন্ধে তারা আগে থেকেই জানে। এখন যদি বাংলাদেশের ইসলামী দল গুলো হাতে অস্র নিয়ে তোদেরকে নিধন করে তাহলে সর্ব প্রথম মুসলিম দেশ গুলোর সমর্থন পাবে তারা। তার পরে অন্যান্য বাকি দেশ গুলোর। আর তোরা পাবি শুধু সংস্কৃতির সমর্থন। আর এখন যদি যুদ্ধ শুরু হয় সাথে সাথে তোদের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে। সেনা বাহিনী ক্ষমতা নিয়ে নেবে। এক বৎসর পরে নির্বাচন হবে বিরোধী দল ক্ষমতায় আসবে। সাথে সাথে শুরু হবে চামচা পুলিশ আর দলীয় নিধন। আর তোদের হলুদ সাংবাদিক নিদন। জান নিয়ে পালানোর জন্যে রেহাই দিবে না তোদের। প্রতি পাঁচ বছর পরপর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এটাই হলো বাংলাদেশের রাজনীতি। তোমরা সরকারে থাকার সময় আমাদের জেলে থাকতে হয়েছে এখন আমরা সরকারে আছি। তাই আমরা তোমাদের জন্য আমাদের প্রাক্তন জায়গা বরাদ্দ করলাম।:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.