![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
নার্সিং শিল্পের অগ্রদূত। লেখিকা, পরিসংখ্যানবিদ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ১৮২০ সালের ১২ মে তুসকানির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। ক্রিমীয় যুদ্ধের সময় আহত সৈন্যদের সেবার মাধ্যমে নার্সিংকে তিনি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন; যে কারণে তাকে ডাকা হতো দ্য লেডি উইথ দ্য ল্যাম্প।
নাইটিঙ্গেলের বিশ্বাস ছিল, মানবসেবার এহেন কর্মে নিজেকে উত্সর্গ করার জন্য ঈশ্বরের কাছ থেকে তার ডাক এসেছে। এক্ষেত্রে মা ও বোনের প্রবল আপত্তি সত্ত্বেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন। নার্সিংয়ের বিজ্ঞান এবং শিল্পে নিজেকে দক্ষ করে তুলতে কঠোর পরিশ্রম শুরু করেন। যৌবনে তিনি ছিলেন আকর্ষণীয় পাতলা গড়নের।
লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদার নার্সিংয়ের ভিত্তি স্থাপন করেন তিনি ১৮৬০ সালে। তার জন্মদিন বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল নার্স ডে হিসেবে পালিত হয়। ক্ষুধামুক্ত উন্নত জনস্বাস্থ্যের অধিকারী ভারতের সমর্থক ছিলেন নাইটিঙ্গেল।
১৯১০ সালের ১৩ আগস্ট লন্ডনের পার্কলেনে মৃত্যুবরণ করেন তিনি।
©somewhere in net ltd.