নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

ঝড় না, সারা বাংলাদেশে ঘূর্নিঝড় হলেও তারা পদত্যাগ করবে না।

১২ ই মে, ২০১৩ রাত ৩:২৩

আজ শুনলাম ভারতের দুইজন মন্ত্রী দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন।



X(ভারতীয় রেলমন্ত্রী পবন কুমার বানসাল এবং আইনমন্ত্রী অশ্বনী কুমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। শুক্রবার তারা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেন।

ঘুষ কেলেঙ্কারিকে কেন্দ্র করে রেলমন্ত্রী পবন কুমার বানসাল ও কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে আইনমন্ত্রী অশ্বনী কুমারকে নিয়ে বিতর্কের ঝড় উঠে পুরো ভারতে। এর প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় উঠে আসে পদ থেকে তাদের অব্যাহতি প্রসঙ্গ।

পরে এ বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সন্ধ্যায় সরকারপ্রধানদের মধ্যকার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই মন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন।:-*





B-) অথচ, প্রথমতঃ বাংলাদেশের একজন পদ্মামন্ত্রী (যোগাযোগ মন্ত্রী) সেতুর নির্মান কাজ শুরুর আগেই নিজের পকেট ভরার ভাগ ভাটোয়ারা শুরু করেন যার জন্য আর সেতু দিয়ে চলা আমাদের সম্বব এ সরকারের আমলে কস্মিনকালেও সম্বব নয়। তবুও তিনি একজন খাটি দেশপ্রেমিক (আমাদের প্রমা-এর মতে)। হাতুরি ছাড়া মন্ত্রী হয়ে তিনি দায়িক্তে বহাল থাকলেন।



:D দ্বিতীয়তঃ আরেকজন মন্ত্রী যিনি কালো বিড়াল ধরার জন্য রেলের দায়িক্ত নিলেন। দায়িক্ত গ্রহনের কিছুদিন পর তিনি নিজের থলের কালো বিড়ালটি বের করে দেশ ব্যাপি কালো বিড়ালের জয় জয়কার তুলে দিলেন। তবুও তাহাকেও বরখাস্ত না করে হাতুরি ছাড়া মন্ত্রী করে রাখা হলো।



;) তৃতীয়তঃ আরেকজন যিনি ধাক্কা ধাক্কি করে নয়তলা ভবন ভাঙার চেষ্টার মামলায় বিরোধী নেতাদের জেলে ভরতে ব্যাস্ত। তিনি তার অধীনস্ত সকল সিপাহ সালার দের মাঝে কড়া হুকুম জারি করেছেন যে, আর আঙুল চোষা যাবে না। যত বেশী বিরোধী নেতাদের ধরবে তত পুরষ্কার মিলবে।



;) চতুর্থতঃ যিনি বাংলাদেশের কোমড় ভাঙা নামহীন এক জোচ্চড় যারা হাজার কোটি টাকা চুরির দায়ে অভিযুক্ত তাদের আবার ব্যাংক লোন দেওয়ার সুপারিশ করেন। যারা তার কথার বিরোধী মত দেয় তার মতে তারা হলো রাবিশ।



আমাদের দেশে এদের মত আরো অনেক মন্ত্রী আছেন। যারা জুতা পেটা খেলেও নিজের পদ থেকে সরে দাঁড়াবে না। অভিযোগ তাদের কাছে নিত্যদিনের চা খাওয়ার মতো........তাই বলছি এদের বিরূদ্দে সংবাদ মাধ্যমে ঝড় কেন, সারা বাংলাদেশে ঘূর্নিঝড় হলেও তারা পদত্যাগ করবে না বরং হাতুরি ছাড়া মন্ত্রী হয়ে স্বপদে বহাল থাকবেন এবং যার যার কর্ম ক্রিয়া সম্পাদন করে যাবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.