![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
আমারে দশটা টাকা দিবা ?
বেশী না, দশ টাকা করে চাইছি।
টাকাটা তোমার কাছে সামান্য কিছুই,
তবে, আমার কাছে অসামান্য।
আমি দশ টাকার ফকির,
আমি আমার পেট পুরাবো,
যদি তুমি দশ টাকা দাও।
নহে আমায় আজ ভুখা থাকিতে হবে।
আমার ঘর নাই,
খাওন, সে তো পাই, পাই না।
আমি প্রতিদিন তোমার পানেতে
আমার নজর।
আমি বন্দী তোমার কাছে।
তাই তোমার কাছে চাই।
আমার কি ভিক্ষার হাত পাততে হতো,
যদি না তুমি অঘটনের মালিক হতে।
আমার জন্য তুমি দায়ী তাই,
তারই জন্য শুধু তোমার কাছে,
আমার হাত পাততে দ্বিধা নাই।
©somewhere in net ltd.