নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

৮টি বন্ধ ও ৪ গার্মেন্টকে সংশোধনের সময় দিল বুয়েট।

১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৯

৮টি বন্ধ ও ৪ গার্মেন্টকে সংশোধনের সময় দিল বুয়েটযাযাদি রিপোর্ট ঝুঁকিপূর্ণ ৮টি গার্মেন্ট বন্ধ ও মোহাম্মদপুরের চারটি গার্মেন্টকে সংশোধনের জন্য ছয় মাস সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

গার্মেন্ট চারটি হলো- ওয়ার্ল্ড ভিক্টোরি গার্মেন্ট লি., এজির অ্যাপারেলস লি., ফ্যাশন লিমিটেড ও ট্রেড সোয়েটার্স ফ্যাক্টরি লি.।

বুয়েটের নির্দেশে এরই মধ্যে ৮টি কারখানা বন্ধ করে দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএ। তবে কারখানাগুলোর স্থান পরিবর্তন এবং তা যদি শতভাগ ঝুঁকিহীন হয় তাহলেই কেবল পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে।

বিজিএমইএ সূত্রে জানা যায়, বুয়েট প্রায় ২০টি গার্মেন্ট পরিদর্শন করে ১২টি গার্মেন্ট সম্পর্কে সুপারিশ করেছে। এর মধ্যে আটটি গার্মেন্টকে সাময়িক সময়ের জন্য তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। আর চারটি গার্মেন্টকে দিয়েছে সংশোধনী কর্মপরিকল্পনা। এদের নভেম্বরের ৫ তারিখের মধ্যে বিল্ডিংয়ের অবকাঠামোগত যেসব সমস্যা আছে তা সংশোধন করতে হবে। অন্যথায় বন্ধ করে দেয়া হবে কারখানাগুলো।

বন্ধ করে দেয়া কারখানগুলো হলো- নাসা ফ্যাশন লি., বে প্যাসিফিক এন্টারপ্রাইজ, নিউ ওয়ার্ল্ড অ্যাপারেলস লি., ফ্লাওয়ার ফ্যাশন লি., সাস ফ্যাশন ওয়ার লি., এইচ বি গার্মেন্ট, টপকাইন্ড অ্যাপারেস লি. ও এসএ রহমান সোয়েটার্স ফ্যাক্টরি।

বিজিএমইএ সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম এ সম্পর্কে বলেন, বুয়েট যেসব কারখানাকে ঝুঁকিপূর্ণ বলেছে সেসব কারখানা বন্ধ রাখা হয়েছে। কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়েছে সাময়িক জায়গা বদলের জন্য। আর চারটি গার্মেন্টে কিছু সমস্যা থাকায় বুয়েট নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছে কারখানার জায়গা পরিবর্তনের জন্য।

যায় যায় দিন,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.