![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
তোমার জন্য আমি দায়ী,
ক্ষমা করো বোন।
যে কাজগুলো আমার ছিল
করা প্রয়োজন,
কাজগুলো মোর করে বলতে
অবুঝ তুই এখন।
খাওন আমার উঠত মুখে
তোমার উপার্জনে,
দীর্ঘজীবি হবে তুমি
বলি মনে মনে।
ভাবিনি কখনো আমি
আসবে এমনখন,
দুর আকাশে মিলে যাবে
একাকী নির্জন।
তুমি যখন কাজে যেতে
ঘর থাকিত ফাঁকা,
কে জানিত পড়বে তুমি
রড-সিমেন্টে চাপা।
তোমার আমার দুরত্ব আজ
আসমান যমিন ফাক,
তোমার মৃত্যুর জন্য দায়ী-লোকে
কঠিন সাজা পাক।
©somewhere in net ltd.