নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

মহামহীর মহা কেলেঙ্কারী

১৬ ই মে, ২০১৩ রাত ৮:০৮

আমাদের স্বাধীনচেতা বর্তমান সরকারের সুনামের দুর্নামের ভাগটাই বেশী। একটা দিক সামাল দিতে আরেক দিকে ফাটল ধরাতে ওস্তাদ এরা।

বেশী বেশী কাজ করত বলে জনগন সরকারকে সন্দেহতিীত ভাবে বিজয় করেছিল। ভবিষ্যতের অবস্থা ভবিষ্যতের উপরই ছেড়ে দিলাম।



তবে সবার মনে রাখা উচিত যে বিষয়টা তা হচ্ছে, মানুষ মানুষের খারাপ দিকটা বেশী মনে রাখে। সমালোচনা হয় খারাপটা সম্পর্কে। তাই আমি আজ সে বিষয়টা লিখে রাখছি তা হচ্ছে, বর্তমান সরকারের কেলেঙ্কারীর দশানন।

নিম্নে মহামহীর মহা কেলেঙ্কারী সমুহ লেখা হলোঃ-



১. পিলখানা হত্যাকান্ডের কেলেঙ্কারী,



২. কুইক রেন্টাল কেলেঙ্কারী,



৩. শেয়ার বাজার কেলেঙ্কারী,



৪. বিসমিল্লাহ কেলেঙ্কারী,



৫. হলমার্ক কেলেঙ্কারী,



৬. রেল কেলেঙ্কারী,



৭. পদ্মাসেতু কেলেঙ্কারী,



৮. সোনালী ব্যাংক কেলেঙ্কারী,



৯. নামকরণ কেলেঙ্কারী, (বিমানবন্দরের নাম পরিবর্তন)



১০. শাপলা চত্তর কেলেঙ্কারী,



১১. বি. আর. টি. সি কেলেঙ্কারী,( আসছে),



১২. রেশমা নাটক কেলেঙ্কারী, ( আসছে),



এছাড়াও বর্তমান সরকার হত্যা, অপহরণ, গুমের মধ্যে জড়িয়ে গেছে বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরূল এর মতো ব্যক্তিরা যখন সরকারের বিভিন্ন অপকর্মের কথা বলে বেড়ায় তখন বর্তমান কর্তাব্যক্তিরা এদের শাসাতে দ্বিধা করে না।



তথাপি, এ সরকার যে কয়েকটি ভাল কাজ কাজ করেছে, সে গুলোর মধ্যে অন্যতম হচ্ছে,



যুদ্ধাপধীর বিচারের নামে বিরোধী দমন,

কেউ বিচারের বিরোধীতা করলে তাকে হয় শিবির নয়তো নব্য বাজাকার বানানো,

ইসলাম পন্থীদের উপর নির্বিচারে অত্যাচার,

ধর্ম অবমাননা-কারীদের বিভিন্ন সুযোগ প্রদান,

নিজ দলের অপরাধীর মন্ত্রীর মর্যাদায় আসীন করা,

দুর্নীতিবাজ মন্ত্রীদের অ-কাজ মন্ত্রীর দায়িক্ত দেওয়া,

বিরোধী মত প্রচারকারী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া বন্ধ করা,

জাতীয় চার নেতার হত্যার বিচার,

মুজিব হত্যার বিচার,

খালেদাকে বাড়ি ছাড়া করা,

ইলিয়াস আলী গুম,

সন্ত্রাস দমন কমিটি গঠনের নামে গ্রাম-গ্রামান্তরে হিংসা হানাহানি ছড়িয়ে দেওয়া,

বিরোধী নেতাদের বিভিন্ন মামলায় জেলে প্রেরণ এবং জামিন না দেওয়া,

বিকাশের মত সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেওয়া,

কুখ্যাত হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে রাস্ট্রপতির ক্ষমা প্রদান,

মানসিক বিকারগ্রস্হ আইনজীবিকে আপিল বিভাগে প্রমোশন দেওয়া,







এছাড়া জানা অজানা আরও ভাল কাজ আমাদের সরকার যে করে নাই তা বলব না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.