![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
ফেলানি মরলে ভারতের কি ?
তারা মারিতে পারলেই বাঁচে।
বিচার দিব বইলা আদালত বানাইল
সারা বাঙ্গালি হাত-তালি দিল,
এইবার ফেলানি বিচার বুঝি পাইল
যাক, মরার পরে ত তুষ্টি মিলিল।
সাজানো আদালত সাক্ষী নিল
বাবা-মামা তার সাক্ষী দিল।
দেশের মিডিয়া প্রচার করিল
আসামীকে আদালত নির্দোষ প্রমাণিল।
এইবার ফেলানি কোথায় যায়,
কেমনে ফেলানি ন্যায়বিচার পায়।
কপালে তাহার মরণ ছিল,
গুলি খাইল, এবং তারে ঝুলিল।
হে, ন্যায় বিচারক উচ্চাসনের
বিচারের ভার তোমার উপরেই পড়িল।
©somewhere in net ltd.