![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
মনের সামনের সারিতে,
বসিয়ে রেখেছি তোমায় অতি যতন করে।
আপন তুমি, তাই আপন।
রক্তের কোন বন্ধন নাই তোমার সাথে,
তবুও, থাকতে পারিনা তোমাকে ছেড়ে।
কেন ?
কোন যাদুতে বেধেছো আমায়।
কেন তোমায় ভোলা যায় না ক্ষনিকের তরে।
অচিন ছিলাম আমি তুমি
হঠাৎ পরিচয়,
হালকা হালকা ভালো লাগা, অতঃপর ভালবাসা।
তুমিও কি তাই ?
দূর থেকে আজও আমায় ভালবাস, নাকি ভুলে গেছো চিরতরে?
আজ না হয় অজানাই থেকে যাক।
বচন তোমার কি আগের মতই আছে ?
আমি কিন্তু তোমায় আজো ভুলিনি।
কখনো ভুলতে পারব বলে মনে হয় না।
সুখে থাক।
আমার না বলা ভালবাসা।
চিরসুখী হও।
এ.কে.চয়েস
©somewhere in net ltd.