নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

আমরা শ্রমিক....আমরা বাঁচতে চাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

আমাদের কি মানুষ মনে হয় না ?



আমাদের কি হাসি-আনন্দ থাকতে নেই ?



সমাজের কোন অংশ আমরা নই কি ?



আমাদের কি নর্দমার পঁচা কীট মনে হয় ?





তবে শোন,

আমরা রাতদিন অকাতরে শ্রম দেই বলে তোমরা

ওই অট্রালিকায় বাস করো।

আমার শ্রমের ঘাম তোমার সন্তানের জন্য তৈরী

খাবারে মিশে আছে।

তুমি দামী গাড়ীতে চড়ে বেড়াও আমার

পরিশ্রমের বিনিময়ে।

তুমি গাড়ী,বাড়ী, অট্রালিকার মালিক হও।

তোমার সন্তান দুধ-ভাত খায় খাক।

তাতে আমার কিছু আসে যায় না।।



আমি শুধু বাচতে চাই।

আমাকে নিয়ে, আমার পরিবার নিয়ে।

তাদের মুখে দু-বেলা খাবার তুলে দিতে চাই।

তাদের শরীর লুকানোর জন্য বস্ত্র চাই।

একটু ঘমানোর জায়গা চাই।



আমাকেও মানুষ ভাবো ।

আমাকে বাচতে দিও।



তোমরা মালিক, অট্রালিকায় থাকো তাতে আমার দুঃখ নাই।

আমরা শ্রমিক, শ্রমের সঠিক মুল্য চাই।





‌‌ ‌‌‌‌'''চয়েস''





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.