![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
আমি হারিয়ে যাব,
ঐ দূর দিগন্তের সীমানা পেরিয়ে,
ভোরের কুয়াশা দু-পায়ে মাড়িয়ে,
অচেনা পথ-প্রান্তরে,
চেনা মানুষের ভীড় ছেড়ে ।।
হারিয়ে যাব আমি
অমানিশার অন্ধকারের মাঝে
চোখে কারো পড়ব না যেথায়
ঘুর্ণিপাকের ঝড়ো হাওয়ার মাঝে ।।
ফিরব না আর আমি
সুন্দর পৃথিবীর অসুন্দর রীতির খেলায়
কথায় কথা ভুলানোর মেলায়,
একাই থাকব সেথায় হাজার কষ্ট হলে
ডাকব না আর তোমায় আমি
আমার আমার বলে।।
©somewhere in net ltd.