![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
জন্ম থেকেই জীবনের স্বাদ গ্রহণ করিতেছি।
মায়ের নরম কোলের,
এ কোল থেকে ঐ কোলে বেড়ানোর স্বাদ।
হাটি-হাটি পায়ে,
শত আছাড়ে কষ্ট পেলেও কোল থেকে মাটিতে নামা।
হাটিতে শিখিলাম আমি হাটা শেখার স্বাদ।
আধো আধো বুলিতে,
মা সবার প্রিয় বুলি, তাই আমার বেলাতেও ছিল।
হা-করিলেই মা বুঝিতেন তারে আমার প্রয়োজন।
তখনকার মা মা বুলিই বুঝি আমার স্বাদের ডাক ছিল।
দুষ্টমিতে মেতে না থাকিলেও ভদ্র ছিলাম না আমি,
মা-আমায় শাসন করত, তবুও ভদ্র হইনি,
মায়ের শাসন মজা লাগত।
দুষ্টমি স্বাদের আরেক খেলা ছিল।
মায়ের শাসনে আমি বড়ই অভিমান করতাম,
অনেক সময় না খেয়ে থাকতাম।
ভাবতাম আর খাব না।
কিন্তু কখনও না খেয়ে থাকতে পারি নি।
নানান ছলে মা আমায় খাওয়াইত।
মাঝে মাঝে ইচ্ছাকৃত অভিমান করতাম একটু বেশী আদরের জন্য।
পড়াশোনা আমার খুবই বিরক্তের ছিল,
বই নিয়ে স্কুলে বেড়োলেও স্কুলে যেতাম না।
পাড়ার ে
©somewhere in net ltd.