নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

কত কথা বলে রে...

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

কেউ বলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আবার কেউ বলে তাদের রাজনীতি নিষিদ্ধ করলে দেশে গ্রহযুদ্ধ হবে । কত জনে কত কথা বলে তাতে কি সবই হয়। কেউ বলে আমি একদিন রাজা হবো, তাই বলে সে কি রাজা হতে পেরেছে।



যে যাই বলুক, আমি বলি যুদ্ধ কি এখন থামানো যায় না ? অনেক তো যুদ্ধ করলাম, ভাষার জন্য, স্বাধীন ভুমির জন্য, স্বাধীনতার জন্য। আমরা আমাদের নিজস্ব ভাষা পেয়েছি, বাংলা ভাষায় কথা কই। কিন্তু যে ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে ভাষা পেলাম, তার আমরা কি মুল্য দিলাম ?

আমরা বাংলায় কথা কই ঠিক আছে, কিন্তু অফিস-আদালতে দেদারসে্ ইংরেজী চর্চা করে চলেছি। এটাই কি ভাষার আন্দোলন ?



কথা ছিল ভাষায় পড়ব, লিখব, গাইব, আমরা তাই ভাষার স্বাধীনতা চাই।



আবার পাক হানাদার হটিয়ে স্বাধীন দেশ পেলাম নাম দিলাম মাতৃভুমি।

বাংলাদেশ। কারণ বাংলা আমার ভাষা। তাই বাংলা ভাষার দেশ , বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান করে নিল কিন্তু বাংলার বাঙালী আজও স্বাধীনতা পেল না। স্বাধীনতার জন্য দেওয়া রক্ত আজ বৃথা। ইজ্জত আজ বেশ্যার পণ্য। কারণ, রাস্তা-ঘাটে একাকী কোন যুবতী মেয়ে চলতে পারে না। মা বোনদের স্বাধীনতার জন্য কি আমরা যুদ্ধ করিনি ?



আমার তোমার বোনেরা যখন রাস্তায় চলাচল করবে, তাদের সাথে কি আমরা সব সময় ছায়ার মত থাকতে পারব। না, পারব না। তাই তাদের চলার জন্য চাই স্বাধীনতা।



এখন আমরা যদি কথার মফিজ না হয়ে কাজের মানুষ হয়ে যাই তাতে ক্ষতি না লাভ সে হিসেব করা দরকার। স্বাধীনতার সময় কে বা কারা বিরোধী ছিল তাদের না খুজে আমরা যদি সমাজের সমস্যা খুজে তার সমাধান করি তাতেই বেশী লাভ বলে আমার মনে হয়। আমি মনেকরি যারা ভাল হয়ে যাচ্ছে বা ভাল হতে চায় তাদের সুযোগ দেয়া উচিত। ভারতের সবচেয়ে বড় নরঘাতক প্রধানমন্ত্রী পদে নির্বাচন করলে যদি তাদের সম্মান হানি না ঘটে তবে আমরা কেন অযথা পয়সা খরচ করছি ?



কারো জীবনের বিনিময়ে কেউ যদি নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় তবে তার মতো স্বার্থপর র্পথিবীতে আর থাকতে পারে না। আমাদের রাজনীতি হোক মানুষের সেবার জন্য, ঐক্যের জন্য, শান্তির জন্য। রাজনীতি যেন আমাদের মনে ভয়নীতি না প্রবেশ করায় এই কামনা সকলের। আমাদের এক পরিচয় যেন সবাই জানে যে আমরা মুসলমান, হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান সবাই বাঙালী। আমরা বাঙালী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.