নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

তোমায় বলছি।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭

হে বোন,

ভাল আছো তো ? আশাকার ভাল আছ। তুমি ভাল থাকো এই কামনা আমার এবং পৃথিবীর সকল ভাইয়ের। বোনেরা ভাল থাকলে ভাইয়েরা ভাল থাকে।



যাহোক, তোমাকে যে কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে নারীদের কত রঙের পোষাক আছে তা হিসেব করে বলা খুবই কঠিন। একেক জনের একেক রঙ পছন্দ, আকৃতি পছন্দ। একেক জনের জামার কলার বিভিন্ন রকম হওয়া চাই।



মানুষের চাওয়া-পাওয়ার শেষ নাই। যার যত আছে, তার তত অভাব। মোটকথা চাহিদার অন্ত নাই। সবকিছুর শেষ আছে এবং শেষও হয়, কিন্তু চাহিদার পরিপুর্ণতার খবর আমার অজানা।



বাংলাদেশ স্বাধীন হয়েছে বাঙালীদের লক্ষাধিক প্রাণের বিনিময়ে, হাজারো মা-বোনের সম্ভ্রমের উপর দিয়ে। কত মায়ের কোল খালি হয়ে্ছে তার হিসাব কার কাছে আছে ? কারো কাছে নাই। সব হিসাব আনুমানিক। অথচ যে স্বাধীনতার জন্য অঅমাদের এত ত্যাগ-তিতিক্ষা সবি যেন আজ ধুলিস্মাৎ মনে হয়। অনেক মুক্তিযোদ্ধার আজ একটাই প্রশ্ন কেন এ দেশ স্বাধীন করেছিলাম ?



স্বাধীনতার ৪২ বছর পর আমার প্রশ্ন কেন আজ একটি মায়ের বুকের মানিক হারিয়ে যাবে ?

কেন বোন তার আদরের ভাইকে হারাবে ?

কেন কোন স্ত্রী বিধবা হবে?

এসবের উত্তর কি কারো জানা আছে ?

না, কারো জানা নাই।



তবে, সত্য কি জানো ?

দুর্বল সবার অত্যাচারের বস্তু। দুর্বলকে কেউ সহযোগীতা করে না। তুমিও যে দুর্বলতার সুযোগ গ্রহণ কর না তার প্রমাণ কি ?



যাহোক আমাকে যদি তোমার ভাই বলে মনে হয় তবে তুমি নিজের নিরাপত্তা নিজেই তৈরী করে নাও। আমার সামান্য কিছু কথা যদি তোমার মনে ভাল লাগে তবে মানতে পারো, আমি জোর করব না কারণ, তোমার স্বাধীনতা তোমার কাছে এবং তুমিই যে ভাবে ইচ্ছা ব্যবহার করবে তবে অন্যের স্বাধীনতায় বাধা না দিয়ে।



তোমার নিজের নিরাপত্তার দায়িক্ত প্রথমে তোমার পরে দেশের প্রশাসনের। তাই আমি কিছু টিপস তোমাকে দিচ্ছি, ভাল লাগলে গ্রহণ করিও।





টিপস,

১. রাস্তা-ঘাটে, বাজার-মহল্লায় চলাফেরার সময় নিজের দুর্বলতা প্রকাশ করবে না।

২. মনের ভয় বা দুর্বলতা বাইরে যেন প্রকাশ না পায়।

৩. বন্ধুদের সাথে মেশার সময় অবশ্যই যাচাই করে নেবে সে তোমার কোন ক্ষতি চায় কি না।

৪. একাকী চলার সময় পাশের সাথী বা হঠাৎ পরিচিত লোকের সাথে আলাপ জমিয়ে অলস সময় পার করতে পারলে মনে কোন ভয় থাকে না।

৫. ........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.