নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস এবং বন্ধুত্ব ।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

আমারে যে বিশ্বাস করে তারে কি আমার অবিশ্বাস করা উচিত ?

যারে আমি ভালবাসি সে কি আমার ক্ষতি করতে পারে ?

একজনের সাথে বিশ্বাস-ঘাতকতা করে

অন্যের সাথে বিশ্বাসের বন্ধন তৈরী করাকে কি বন্ধুত্ব বলা যায় ?

মাঝে মাঝে ভাবি যে আমার জন্যে জান দিতে প্রস্তুত,

তার জন্যে আমি কি করিতে পারি ?

যে আমারে তার বিশ্বাসের চূড়ায় নিয়ে গেছে,

তার কাছে কি আমি ভূ-লুণ্ঠিত হতে পারি ?

যে আমারে চলার পথের দিশা দেখালো,

তারে কি করে অন্ধকারে হারিয়ে যেতে দেই ?

যে ভালবাসে সে কি কখনো তার ,

ভালবাসার সমাধি দেখতে চায় ?

কারো কষ্টে চোখের দু-ফোঁটা অশ্রু ফেলার চেয়ে,

তার দুঃখের ভার কমানোই কি বন্ধুত্বের পরিচয় বহন করে না ?

চোখের বৃষ্টির চেয়ে কি,

মনের বৃষ্টির ব্যাথা কি কম বলে হয় ?

কেউ কি আরেকজনের কষ্টের কারণ হয়ে নিজে,

কখনো সুখী হতে পারে ?

জীবনে কারো সুখের কারণ যদি নাও হতে পারি, তবে

দুঃখের কারণ যেন না হই ।

বন্ধুত্ব দিয়ে যেন আমি বন্ধুত্ব কিনিতে পারি,

বিশ্বাস কভু না হয় যেন অবিশ্বাস,

যতক্ষণ থাকে এই প্রাণে শ্বাস।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.