![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
কোথায় যাও বন্ধু তুমি
যাও বলে যাও,
আমার ক্ষেতের ধান খাইয়া
আন ক্ষেতে চাও।
লজ্জা থাকলে হইতা তুমি
এক নায়েরি মাঝি,
ছল-চাতুরী কইরা হইছ
শয়তানেরী কাজি।
কাজের কাজ তোমার দ্বারা
হয় না কভু শেষ,
এক কহিলে আরেক করো
হও যে নিরুদ্দেশ।
মিলন মেলার কথা বলে
ভাঙ্গো পিরীতি,
এই কি তোমার প্রেমের স্বরুপ
ভালবাসার নীতি ?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
এম এ কাশেম বলেছেন: সুন্দর.............
অনেক শুভেচ্ছা