![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
দুই দেশ দুই দেশকে বন্ধু বলেই মানি। নানা সংকটে দুই দেশের ক্রিকেট বোর্ডও পরস্পরের বন্ধুপ্রতিম বলেই প্রমাণিত। কিন্তু ক্রিকেট মাঠে যখনই দুই দেশের দুই দল মুখোমুখি হয়, আমাদের তেতে ওঠতে হয়। এশিয়া কাপেও ব্যতিক্রম কিছু ঘটছে না। আজ ফতুল্লাতে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। ‘একটা কিছু করে ফেলব’ আত্মবিশ্বাস বিস্ময়করভাবে খেলা করছে বাংলাদেশ দলের মধ্যে।
এমন নয় যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-ভারত সমানে সমান। ২৪টি ওয়ানডের মধ্যে মাত্র তিনটিতে জয় বাংলাদেশের, ২১টিতেই হার। তার পরও ভারতকে সামনে পেলে বাংলাদেশ দলের জেগে ওঠার কারণ বড় মঞ্চের সাফল্য। ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রথম জয়টা দ্বিপক্ষীয় সিরিজে হলেও পরের দুটি জয়ই বাংলাদেশ পেয়েছে বড় দুটি টুর্নামেন্টে। প্রথমটি ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে, আর সর্বশেষটি ঢাকায় অনুষ্ঠিত গত এশিয়া কাপে।
গত এশিয়া কাপ অবশ্য বাংলাদেশের ক্রিকেটেই বড় একটা গৌরব তিলক হয়ে থাকতে পারত। ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানের হার সেই সম্ভাবনাটাকে পরিণত করল কান্নায়। তবে দুই বছর পর সেই কান্নাই এখন আত্মবিশ্বাসে রূপান্তরিত। আমরা জিতে যেতে চাই এবং জিতব। আমরা ভাগ্যকে ছিনিয়ে নিতে চাই এবং নেব। আমরা আর কাঁদব না। আমরা উল্লাস্ করব, জয়ের উল্লাস।।।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: হারি জিতি যাই করি, আমরা সবসময় আমাদের ক্রিকেট টিমের পাশে থাকবো।