![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
হঠাৎ
বড় বেশী মনে পড়িছে তোমায়
একাকী নির্জন এই সন্ধ্যায়
কাছে আসিতে তখন, চুপি চুপি পায়।
তুমি ছাড়া ছন্নছাড়া আমি
রয়েছি বিষন্নতায়।
পুকুর পাড়ে বসতাম দু-জন
কিছুক্ষণ থাকিতাম সাথে,
কষ্ট-সুখের গল্প করিতাম
হাত রাখিতাম হাতে।
কেন জানি সেই স্মৃতি
কখনো ভূলিবার নয়।
গল্প শেষে উঠিয়া দাঁড়াইতে,
টেনে তুলিতে আমায়,
বলিতাম আমি, আরো কথা আছে
পাশে বসো, আরো কিছু সময়।
জোর করে টেনে তুলিতে, চল উঠি আজ
কথা যা আছে জমা করো, শুনব আমি কাল,
বলিতে, ভালবাসি তোমায় আমি
সাথে আছি চিরকাল।
এখন কেন,
কথা সবই স্মৃতি হয়ে গেল,
মিলিলে কোন ছায়ায়,
বল তুমি, ভালবাসার মানুষ কখনো কি
অন্ধকারে হারিয়ে যায় ?
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
এম আর ইকবাল বলেছেন: ভালবাসার মানুষ কখনো কি
অন্ধকারে হারিয়ে যায় ?
ভালবাসার মানুষ কখনো হারায় না
সে থাকে অন্তরের গভীরে ।