![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
মন, প্রতিদিন একটি করে কবিতা লেখে,
কাগজের পাতায় কত কিছুই না লেখে,
তবুও লেখা শেষ হয় না তার।
হৃদয়ের পাতায়ও লিখে চলে অবিরাম,
অজানা শব্দে ভরে যায় মন,
সেখান থেকে বেছে বেছে সহজ শব্দটি বের করে নেয়,
খুবই সহজ, কিন্তু ওজনে অতুলনীয়।
অসংখ্য শব্দ সমুদ্র থেকে বেছে নেয়া তার,
মনের মাধুরী মিশিয়ে, হৃদয়ে রাঙানো শব্দটি বলা হয় না।
বলিবে বলিবে করে মধুর সময় হারিয়ে যায়,
কবিতায় সহজ শব্দটি যেন অনেক কঠিন মনে হয়।
সামনে তাহার দাঁড়ালেই,
সাজানো শব্দের ভান্ডারে, উঁচু উঁচু ঢেউ বাধা হয়ে দাড়ায়।
বলে, এখনি বলিস না। অনেক সময় পাবি।
যদি সে, রাগ করে চলে যায় ?
ভয় দেখায় সে,
সহজে সহজ কথা কিন্তু আর বলা হবে না।
দিন যায়, মাস যায়
কত সময় বয়ে যায়।
হৃদয় মাঝি অপেক্ষায় চেয়ে রয়,
আমি না বলিলেও বলিবে সে, ভালবাসি।
হঠাৎ এমন ক্ষণ এলো,
মন বলার সাহস পেলো,
প্রিয়া, ভালবাসি।
ভালবাসি তোমায়।
সহজ কথাটি বলিতে গিয়ে,
কঠিন হোঁচট খেলো মন।
বলিতে গিয়ে শুনিতে পেলো
তার ভালবাসার প্রিয়া এখন, অন্যের প্রিয়জন।
©somewhere in net ltd.