নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের বাড়ীতে..

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

স্বপ্ন ঘেরা ছোট্ট বাড়ী,

টিনের চালার ঘর।

সবাই মিলে থাকি সেথা,

থাকব জনম-ভর।



আমার বাড়ী শহর ছেড়ে,

অনেক খানি দুরে।

যেতে চাইলে যেতে হবে,

নছিমনে চড়ে।



ধুলো-মাখা মেঠো পথের

পাশেই আমার বাড়ী।

কিছুটা পথ হাঁটতে হবে,

সেথায়, পাবে না আর গাড়ী।



ছোট্ট একটা নদী বহে,

বাড়ীর পিছন দিয়া

যেতে চাইলে নৌকা ভ্রমণে

যাবো তোমায় নিয়া।



ভ্রমণ শেষে ক্লান্ত বেশে

ফিরবে যখন বাড়ী,

খেতে দেব ঠান্ডা জল আর

ইরি ধানের মুড়ি।



বিকেল বেলা খেলার মাঠে

হবো সবাই জড়ো,

দেখবে তুমি খেলছে কতো

ছেলে, জোয়ান বুড়ো।



সন্ধ্যা বেলা দেবে যখন

ঐ মসজিদে আযান,

একে একে সবাই তখন

ছাড়বে সবার খেলন।



নামাজ শেষে প্রার্থনাতে

মোদের কামনা,

সুখে-দুখে পাশাপাশি

প্রভু ছিন্ন করো না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.