![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
শরতের হালকা সাদা মেঘের খেলা ভালো লাগে। নীল আকাশের নীচ দিয়ে বয়ে চলা সাদা মেঘের পাল অমায়িক সৌন্দর্যের দোলা দেয়। শুভ্র মেঘের দল একবার উত্তর থেকে দক্ষিণে আবার দক্ষিণ থেকে উত্তরে ছুটে বেড়ায়। মেঘের ছুটে চলা দেখতে মনটা আনন্দে ভরে ওঠে।
শরতের মেঘের ভেলা সবার মনে যেমন আনন্দ বয়ে আনতে পারে না, তেমনি অবস্থা আমাদের ক্রিকেট প্রেমীদের। শ্রীলঙ্কার বিপক্ষে টেষ্ট সিরিজে ১-০ তে হার (দ্বিতীয় টেষ্ট ড্র), টি-টুয়েন্টিতে ২-০ তে হার (প্রথম টি-টুয়েন্টিতে নো বলের বিতর্ক), এবং সবশেষ ওয়ানডেতে হার দিয়ে এশিয়া কাপে পর্দাপণ।
বাংলাদেশ এশিয়া কাপে আবার শ্রিলঙ্কা সিরিজের পুনরাবৃত্তি।
ভারতের কাছে হার শুরু হলো এশিয়া কাপ। আমাদের আশা ছিল অন্তত এখানে জয় দিয়ে শুরু হোক। আবার জয়ের কাছাকাছি গিয়ে পরাজয়।
অনেকের কাছে শুনি বাংলাদেশ অনেক ভালো খেলেছে।
লাভ কি ? যদি জয় না পাওয়া যায় তাকে কি ভালো খেলা বলে ? শুধু ভালো খেললেই হবে না, জয় ছিনিয়ে আনতে হবে।
কথায় আছে, ঘর পোড়া গরুর মৃদু মেঘে ভয়। আমাদেরও আজ সেই অবস্থা। নবাগত আফগানরা পাকিস্থানকে যেভাবে কাঁপিয়ে দিয়েছিল তাতে ভয় আসাটা স্বাভাবিক।
এরই নতুন দুঃসংবাদ হলো, বাংলাদেশের ব্যাটিং স্তম্ব তামিম, বিশ্ব সেরা স্পিনার সাকিব, দেশ সেরা পেসার মাশরাফি নেই দলে । অধিনায়ক মুশফিকের খেলাও নিশ্চিত নয়।
তবে দেখা যাক, আজ বাংলাদেশ নবাগত আফগানদের সাথে কি ফলাফল নিয়ে আসে। সুখবর আসবে এই আশা আমাদের সকলের। জিতবে বাংলাদেশ, জিতবে বাঙালী।
জয় হবে এই বাঙলার
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮
বেলা শেষে বলেছেন: সুখবর আসবে এই আশা আমাদের সকলের। জিতবে বাংলাদেশ, জিতবে বাঙালী।
জয় হবে এই বাঙলার
Good & beautiful, sensible Feelings.....