নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী তাই, অন্যায়ের সাথে নাই

০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী,

সে বন্ধন মানে না, মানে না শাসন।

প্রতিবাদী কণ্ঠের বাণী।

শাণিত তার দ্রোহের ভাষা।

ব্যবহার কঠিন-কমল মিলে।



দ্বন্দ্ব তার প্রতিবাদের সুর,

বাধা ঠেলে বহুদুর,

সে ছিনিয়ে আনে জয়।

বিদ্রোহী তাই বিদ্রোহ তার,

প্রতিবাদ তাই অন্যায়ের সাথে, আপস করে না সে

বিদ্রোহীতে ছিনিয়ে আনে

কখনও মানে না পরাজয়।



জানে না সে

নীতিহীন হতে

জীবন যায় যদি যাক।

চৈত্রের খরায়

কঠিন রৌদ্রে পোড়া চৈাচির মাটির মত

কঠিন তাহার

সফল নিশানার তাক।





.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.