![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
বিদ্রোহী,
সে বন্ধন মানে না, মানে না শাসন।
প্রতিবাদী কণ্ঠের বাণী।
শাণিত তার দ্রোহের ভাষা।
ব্যবহার কঠিন-কমল মিলে।
দ্বন্দ্ব তার প্রতিবাদের সুর,
বাধা ঠেলে বহুদুর,
সে ছিনিয়ে আনে জয়।
বিদ্রোহী তাই বিদ্রোহ তার,
প্রতিবাদ তাই অন্যায়ের সাথে, আপস করে না সে
বিদ্রোহীতে ছিনিয়ে আনে
কখনও মানে না পরাজয়।
জানে না সে
নীতিহীন হতে
জীবন যায় যদি যাক।
চৈত্রের খরায়
কঠিন রৌদ্রে পোড়া চৈাচির মাটির মত
কঠিন তাহার
সফল নিশানার তাক।
.......
©somewhere in net ltd.