নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

দুঃখ তাই, সুখের গান গাই...

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

নিজের কষ্টকে ছুড়ে ফেলে দাও,

অন্যের কষ্টকে নিজের করে নাও,

এরই মাঝে সুখ,

তাতেই হবে সুখ।



যখনি তুমি অপরের দুঃখ করিতে পারিবে দুর

বুঝিবে তুমি কত সুখ তথা রয়েছে ছড়িয়ে,

মন যখন অজানা সুখের আবেশে যাবে ভরে।



হঠাৎ আকাশের বেদনা ঝড়ে পড়ে

জল হয়ে পৃথিবীর মাঝে।

কঠিন পৃথিবী নরম হয়ে

আনন্দের জোয়ারে ভাসে।

তাতেই আকাশ শান্তি খুঁজে পায়।

মাঝে মাঝে তাই বেদনা তার,

বৃষ্টির মাঝে ঝড়ায়।



অন্যের কান্নায় তোমার চোখে জল,

তবেই তো তুমি মানুষ,

মানুষ তাই অপরের জন্য তোমার চোখে জল।



একে অন্যের কাজে লাগি,

হাসব-কাঁদব সবার তরে,

সামনে আসবে যত বিপদ

শক্ত হাতে করব প্রতিবাদ,

অজানা পৃথিবীকে সাজাবো সবার আপন করে।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫১

ছাসা ডোনার বলেছেন: খুবই সুন্দর লিখেছেন ভাইজান

২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

এম.কে.চয়েস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.