![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
আপনেগো তিনডা কথা জিগাইতেছি। উত্তর জানা থাকলে আমারে বলবেন। আমার খুব কামে দিবো। চারকীর বাজারের যে অবস্থা তাতে আজনীতি করমু ঠিক করছি। তবে ভাইবা পাইতেছি না কোন দল করমু।
১. পরথমে চিন্তায় আইলো শিবিরের কথা। তবে হুনছি শিবির করলে ভাল পড়াশোনা জানোন লাগে। আমি আবার পড়াশোনায় খুবই কাঁচা। পড়াশোনা একদম আমারে সয় না। শিবির করলি চারকী পাওয়া যায় না, এহনকার সরকারে আবার শিবিরগো ধরতাছে আর জেলে পুরতাছে।
২. তারপরে মাথায় আইলো ছাত্রদলের কথা। এহানে নাকি তেমন পড়াশোনা লাগে না। কুনো মতে অইলেও অইলো। আজনীতি করন লাগবো আর মাঝে মইধ্যে সময় পাইলে পড়ন লাগবো। পড়ার কাগজ না দিলি তো আর কেউ চারকী দিবো না, তবে এগোরে নামেও মামলা অয় আবার জেলেও যাওন লাগে। আবার আবার পুলিশে খুব ভয় করে।
৩. খবরের কাগজে দেখলাম ছাত্রলীগের আজনীতি করলি পড়ন লাগবো না। এজাল ছাড়াই চারকী অইবো। মাঝে মইধ্যে চান্দা বাজিও করন যাইবো। এগর সাথে থাকলি আবার মামলা, পুলিশ ,জেলের ভয় নাই।
আমি ঠিক করছি নি নাম্বারটা করলি ভালই অয়। আপনেরা আমারে একটা উপদেশ দেন আমি কোনডা করুম....
(রম্য কথা)
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩
ফিলিংস বলেছেন: জামাত, বি এন পি বা আ লীগ এ তিনটার বাইরে অন্য কিছু কইরেননা তাহলে জীবনেও চাকরি পাবেন না।