নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

আমার যত দোষ ....

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭

আমার দোষের অন্ত নেই। মায়ের সাথে প্রতিদিন কথা না বলার দোষ। নিয়মিত স্কুলে না যাওয়ার দোষতো পুরাতন। ভাই-বোনের প্রয়োজনীয় জিনসি-পত্র দিতে পারি না, তাদের দেখা-শোনা করার দায়িক্ত নিতে পারি না। সব দোষই নাকি আমার। সব দোষ মেনে নিয়েছি। সব দোষ মেনেই আমি অন্তর মহাশয়ের বাণী মেনে প্রতিটি দায়িক্ত পালন করার চেষ্টা করি সাধ্যমত। তথাপি, অভাবের তাড়নায় অনেকে অনেক কথাই বলে তাতে আমার দুঃখ নেই। করুণাময় আমাকে যতটুকু করুণা করেছেন তার দ্বারাই আমি পরিবারের সকলকে সুখী করার চেষ্টা করি। বাকী কাজটুকু আমি তার উপরই অর্পণ করলাম যিনি আমাকে আমার অসুস্হ বাবা-মার সেবা করার সুযোগ দিয়েছেন। তিনিই দাতা, আবার তিনিই গ্রহিতা। তার কাছে আমার প্রার্থণা, হে করূণাময়, আমাকে ধৈর্য্য দান করুন। পৃথিবীর প্রত্যেক বাবা-মার রোগ-মুক্তি দান করুন। সকলকে তাদের দায়িক্ত পালনে সাহস প্রদান করুন। তাদেরকে কখনো অপমানিত করবেন না যারা পিতা-মাতাকে অপমানিত করে না। আমরা সকলে জানি যে, আপনিই পারেন সকলের মনস্কামনা পূর্ণ করতে এবং আপনি নিশ্চয়ই করবেন।



আমার দোষের শুরূ স্কলে যাওয়া নিয়ে। আমি নিয়মিত স্কুলে যাইতাম না। এর একটা কারণ ছিল। কারণটা হলো- একদিন স্কুলে না গেলে স্যারেরা পাঁচটা বেত মারত, আর যে কয়দিন স্কুল কামাই দিতাম তার গুনিতক। আমি আবার স্যারের বেতকে খুবই ভয় পেতাম। স্যারের বেতের ভয়ে স্কুলে যাইতাম না।

একদিন স্কুলে যাওয়ার নাম করে বাড়ী থেকে বই খাতা নিয়ে বের হয়ে আর স্কুলে যাই নি। সে দিনই ঘটে আসল বিপদ। আমার চাচাতো ভাই আমার ক্লাসে পড়তো। ছুটির সময় দুজনে একসাথে বাড়ি ফেরার সময় ঝগড়া হয়, অতঃপর সে আমার মাকে বলে দেয় আমি আজ স্কুলে যাইনি। মা তো রেগেমেগে আগুন। আমি বই খাতা রাখার জন্যে ঘরে গেলে মা আমাকে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। প্রায় দু-ঘন্টা আটকিয়ে রাখার পর আমাকে ছেড়ে দেয়। আমি সেদিন প্রচন্ড ভয় পেয়েছিলাম। এরপর আর কোনদিন আমি স্কুল কামাই করতাম না।



চলবে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.