![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
ভালবাসার রঙ দিয়ে তাকে জড়িয়ে রাখো।
হিংসাকে দুরে ফেলে দাও, আর যেন ফিরে না অাসে।
তাকেই ভালবাসে, ভালবাসার অর্থ যে বোঝে।
স্বার্থহীন ভালবাসা যে খোঁজে।
স্বার্থপরতা কখনও সন্তুষ্টি এনে দেয় না।
অভ্যন্তরে তার কুটচালে ভরা।
স্বার্থ লুকিয়ে থাকা ভালবাসায়,
সন্দেহের দোলাচল চলে, যার শুরু শেষ ছাড়া।
সন্দেহ যেথায় ছড়িয়ে পড়ে,
তার গোছানো বাগান নষ্ট হয়ে যায়।
শান্ত পৃথিবীর মাঝে যেমন,
বৈশাখের কালো-ঝড় হানা দেয়।
দোলায় দুলে সাজাইয়ো না বাসর,
হয়ে মত্ত, এক রাতের ভালবাসায়।
ক্ষনিকের সুখ কখনো কারো,
দীর্ঘ সুখের হয় না আসর।
©somewhere in net ltd.