নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

খুঁজে নিও

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ভালবাসার রঙ দিয়ে তাকে জড়িয়ে রাখো।

হিংসাকে দুরে ফেলে দাও, আর যেন ফিরে না অাসে।

তাকেই ভালবাসে, ভালবাসার অর্থ যে বোঝে।

স্বার্থহীন ভালবাসা যে খোঁজে।



স্বার্থপরতা কখনও সন্তুষ্টি এনে দেয় না।

অভ্যন্তরে তার কুটচালে ভরা।

স্বার্থ লুকিয়ে থাকা ভালবাসায়,

সন্দেহের দোলাচল চলে, যার শুরু শেষ ছাড়া।



সন্দেহ যেথায় ছড়িয়ে পড়ে,

তার গোছানো বাগান নষ্ট হয়ে যায়।

শান্ত পৃথিবীর মাঝে যেমন,

বৈশাখের কালো-ঝড় হানা দেয়।



দোলায় দুলে সাজাইয়ো না বাসর,

হয়ে মত্ত, এক রাতের ভালবাসায়।

ক্ষনিকের সুখ কখনো কারো,

দীর্ঘ সুখের হয় না আসর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.