![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
আমাদের গ্রামে-গঞ্জে, শহর-বন্দরের অলিতে গলিতে, রাস্তায়-রেস্তোরায় কতদিন কতজনের সাথেই তো দেখা হয়। আমরা এই বাহিরের দেখার উপর কত মন্তব্য করি। কেউবা ভাল আবার কেউবা খারাপ বলি। একজনের কাছে অপ্রিয় হলেও আরেকজনের কাছে মন্তব্য-গুলো প্রিয় মনে হয়। যেমন, জাতে জাত চেনে', বা মানিকে মানিক চেনে, শুকরে চেনে কচু।
রাস্তা দিয়ে কোন মেয়ে একাকী যদি হেঁটে কোথায় যায়, তাহলে সে কতগুলো অবান্তর মন্তব্যে সম্মুখীন হয়। যা কোন পুরুষের বেলায় সংঘটিত হলে অনেক কিছুই ঘটে যেতে পারে কিন্তু নারীর বেলায় কিছুই ঘটে না। কারণ, তারা অবলা, দুর্বল পুরুষাসিত সমাজে। সবচেয়ে বেশী মন্তব্য হয় নারীকে নিয়ে। আজকে আমি তেমনি মন্তব্যের কিছু উদাহরণ তুলে ধরছি....
বখাটেঃ--- ইস্ কি সুন্দর মামা, যদি আজ পাইতাম। মজা করা যাইতো সারারাত। কোমর কত হবে রে মামা ? আরে শুধুই নিচে দেখবি একটু উপরে তাঁকা রে, মামা। যেন ফাইটা বের হয়ে আসবে। এরকম......।
উটকো ভদ্রলোকঃ---আপনার নাম কি ম্যাডাম ? কোথায থাকেন ? কি করেন ? কোথায় যাবেন ? .......
ফাজিল বন্ধুঃ-----কিরে দোস্ত পছন্দ হয় নাকি ? প্রেমের প্রস্তাব দিয়ে দে। গ্রহণ করলে করতে পারে। সুন্দরী আছে তো । মোবাইল নাম্বার লাগলে সে কালেক্ট করে দেব..........
ঘটকঃ------একটা ছবি তুলি মা। ভাল সম্বন্ধ এনে দেব। কোথায় থাক তোমরা। বাবার নাম কি ? বংশ পরিচয় .......
ছেলের বাবাঃ-----বাহঃ সুন্দরতো। বউ করলে মন্দ হয় না। খোঁজ নিতে হয়। তোমাদের বাড়ী......
পাড়ার ছেলেঃ------মেয়েটার সাথে প্রেম করার জন্য রাতে-দিনের চেষ্টায় ব্যর্থ হলে, মেয়েটার চরিত্র নিয়ে যত অপ্রচার........যার অন্ত নেই।
....................এরকম আরো মন্তব্য ছড়িয়ে আছে সমাজের অভ্যন্তরে।
©somewhere in net ltd.