![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
তাই তো বলি,
জন্মেছি আমি ভাল হয়ে, খারাপ কেন হলাম।
এখন দেখছি,
তুমি আমায় যাহা শেখালে, তাহাই শিখলাম।
দু- হাত ধরে চললে, আমায় তাহাই বললে
যাহা আমি শিখলাম।
আমার দ্বারা হইলে ভূল, সঠিক বলেই জানলাম।
ছোটদের অপরাধ ক্ষমার যোগ্য।
শিখিয়েছ তাই অনুকরণ করেছি,
চলেছি তারই সাথে,
ভালবাসার নামে মিথ্যে বলেছি
প্রতিটি বাঁকে-বাঁকে।
সত্য মেনে আমাকে সে হয়ত ভালবেসেছিল
আমিও কিছু কিছু,
সে আমায় সুযোগ দিয়েছে তাই
নিয়েছি তার পিছু।
আমার প্রয়োজন ফুরিয়ে গেলে
ছেড়ে দিলাম তারে।
আমার মায়ায় পৃথিবীকে সে
বিদায় জানালো চিরতরে।
তোমার দুঃখে আমি কিন্তু নেইনি
এখনো পৃথিবী থেকে বিদায়,
আমার উপর বর্তালে দোষ
তোমারও রয়েছে সম-দায়।
হয়ত সে নিষ্পাপ ছিল, ছিল না কোন ভুল
ভালবেসেছিল আমায়,
আমারও কোন অপরাধ ছিল না,
কমতি ছিল না ভালবাসায়।
©somewhere in net ltd.