নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

লাগবে না কি ?

২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩



চীনা নববর্ষের সময়টাতে দেশটির বিভিন্ন নগর-বন্দর থেকে কর্মজীবী, ছাত্রছাত্রীসহ নানান পেশার মানুষজন যার যার নিজ প্রদেশে, নিজ বাড়ির দিকে ছুটতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকের জন্য এটাই হয়তো সারা বছরে পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার একমাত্র সুযোগ। আর এ সময়ে তরুণীরাই পরিবারের সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত জীবনের সুখ-স্বাচ্ছন্দ্যের নানান প্রশ্নের মুখোমুখি হন। অভিভাবকেরা জানতে চান মেয়ের ছেলেবন্ধুর খবরও। অনেক অভিভাবকেরই দাবি থাকে নববর্ষের ছুটিতে বাড়ি ফেরার সময় মেয়েটা যাতে তার ছেলেবন্ধুকে সঙ্গে করে নিয়ে আসে। তাই নববর্ষের ছুটির আগে আগে তাওবাও ডটকম বা এমন সাইটগুলোতে নাম লেখায় অনেক তরুণ-যুবকেরাই। যাঁরা স্রেফ টাকার বিনিময়ে ‘ছেলেবন্ধু’ হিসেবে সঙ্গ দেবেন কোনো তরুণীকে। এমনকি ছেলেবন্ধু সেজে দু-তিন দিনের জন্য চলে যাবেন দূরের কোনো শহর-গ্রামে মেয়েটির বাড়িতেও। এ ছাড়া এই সেবা সীমিত আকারে চলে সারা বছর ধরে। এই ‘ছেলেবন্ধু সেবার’ দরদামও দেওয়া থাকে ওয়েবসাইটে। ছেলেবন্ধুর দরদামের হিসাব ওয়েবসাইটটিতে এভাবেই দেয়া আছে — অন্য কোনো নগরে পারিবারিক সফরের সময় দিনপ্রতি ৮০০ ইউয়ান। একই শহরের বিপণিবিতানে কেনাকাটার সহযোগী ঘণ্টায় ১৫০ ইউয়ান। নালিশ ও নিপীড়নের কথা শুনে মানসিক চাপ কমানো প্রতি ২০ মিনিটে ৫০ ইউয়ান। (প্রথম আলো)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.