![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
পলক পড়ে না তাই, জেগে থাকি সারারাত।
হাসতে পারি না তাই, সুখে থাকা পাপ।
নির্জনে জ্বলিলে আলো চোখে পড়ে যায়,
লুকাতে পারি না তাই কোন অন্যায়।
অতীতের ক্ষণ যত সামনে দাড়ায়,
যেওনা ফেলে বলে দু-হাত বাড়ায়।
বলে ছায়ার মত আমি আছি সাথে সাথে,
সেদিনও ছিলাম, থাকতাম যদি না পড়তাম অপঘাতে।
বিবেকহীন বলেছিল সেদিন, আজ তোরা কাজে আয়।
থাকতে সকলে তোমরা কেমনে পালায় ?
দ্বিধা-দ্বন্দ্ব আজও মনের ভিতরে,
বিচার কি পাবো কভু ঘুড়ে দ্বারে দ্বারে।
আদালত যদি না করে বিচার তোমরা করিও বিচার।
আর যেন কেউ আমার মত পারি না জমায় পরপার।
বিশ্ব ভুবনে আমার আয়ু হয়েছিল বুঝি শেষ,
তাই তো রানা প্লাজায় জীবন হয়েছে নিঃশেষ।
©somewhere in net ltd.